পশ্চিমবঙ্গ

west bengal

Bongaon TMC: "কাজ করুন, না হলে পদ থেকে সরে দাঁড়ান", বার্তা বিশ্বজিৎ দাসের

By

Published : Aug 11, 2022, 2:18 PM IST

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব বর্তেছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর ৷ বুধবার প্রথম সাংগঠনিক সভায় তিনি দলের নেতা-কর্মীদের সাফ জানিয়ে দেন, কাজ করতে হবে (Bongaon TMC) ৷

Bongaon TMC District President Biswajit Das
বিশ্বজিৎ দাস

বনগাঁ, 11 অগস্ট: সংগঠনের দায়িত্ব নিয়ে কঠোর হাতে দলের রাশ ধরতে চাইছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পেয়ে প্রথম দিনের সাংগঠনিক সভার মঞ্চে তাঁর স্পষ্ট বক্তব্য, পদে থাকতে হলে কাজ করতে হবে । ব্লক ও অঞ্চল সভাপতিদের জন্য তিনি বলেন, "অনেক অঞ্চল সভাপতি আছেন, যাঁরা শুধু পদ নিয়ে বসে আছেন । কোনও কাজ করেন না । তাঁদের উদ্দেশ্যে বলছি, কাজ করুন । না হলে পদ ছেড়ে দিন । নয়তো পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হব ।" বুধবার বিকেলে বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে প্রথম সাংগঠনিক সভা ডাকেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ও চেয়ারম্যান শ্যামল রায় । তৃণমূলের সব স্তরের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন । বিশ্বজিতের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নেতাদেরও এদিন এক ফ্রেমে দেখা গিয়েছিল (Bongaon TMC President Biswajit Das urges TMC workers to work) ।

বনগাঁয় তৃণমূল সাংগঠনিক সভায় বিশ্বজিৎ দাস

এবিষয়ে বিশ্বজিতের ব্যাখ্যা, "দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘণ্টা কাজ করে চলেছেন । আমরা যাঁরা পদে আছি, তাঁরা যদি ভাবি নেত্রী সব করে দেবেন আর আমরা ভোগ করব ! তা হবে না । মাঠে নেমে কাজ করতে হবে । মানুষের পাশে থাকতে হবে ।" তাঁর দাবি, "তা যদি কেউ না পারে, তাঁকে সরে দাঁড়াতে বলেছি । নতুনদের জায়গা দিতে বলেছি ।"

আরও পড়ুন: অগস্টে বনগাঁ ও আসানসোল পৌরসভার দুটি ওর্য়াডের উপনির্বাচন

এদিন তিনি মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, "কোনও নেতাকে ধরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া যাবে না । আপনি যেমন কাজ করবেন, তার মূল্যায়নের নিরিখে আপনি টিকিট পাবেন । দল আপনার কাজের মূল্যায়ন করছে ।"

সম্প্রতি বনগাঁ সাংগঠনিক জেলায় তৃণমূল গোষ্ঠী কোন্দল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের । বনগাঁ জেলা গঠনের পর দু'বার জেলা সভাপতির পরিবর্তন হয়েছে । কিন্তু গোষ্ঠী কোন্দল আয়ত্তে আনতে পারেনি নেতৃত্ব । সেখান থেকে শিক্ষা নিয়ে প্রথম থেকে শক্ত হাতে বিশ্বজিৎ সংগঠনের রাশ ধরতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের ।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "বনগাঁয় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আছে এবং আগামীতেও থাকবে ।" তাঁর দাবি, "টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের এই ঝামেলা ।" তবে এবিষয়ে বিশ্বজিতের দাবি, তিনি সভাপতি হওয়ার 40 ঘণ্টার মধ্যে সব মিটে গিয়েছে । এক মঞ্চে সব নেতারা এসেছেন । বনগাঁয় আর কোনও ঝামেলা নেই তৃণমূলের মধ্যে ।

দেবদাস মণ্ডলের কটাক্ষ, "জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনই গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূল বাঁচতে পারে না । সব চোরেদের দল ।"

আরও পড়ুন: কো-অপারেটিভ সম্পাদক নির্বাচন ঘিরে বাগদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

ABOUT THE AUTHOR

...view details