পশ্চিমবঙ্গ

west bengal

জ্বরে আক্রান্ত হয়ে বারাসতের বেসরকারি হাসপাতালে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, কারণ ঘিরে বাড়ছে রহস্য

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 6:48 AM IST

Updated : Dec 16, 2023, 10:36 AM IST

Medical student dies in Barasat: জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক হবু চিকিৎসকের । মৃতের নাম পৃথ্বীরাজ দাস । বৃহস্পতিবার বারাসতের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

Medical student died News
জ্বরে আক্রান্ত হয়ে বারাসতের বেসরকারি হাসপাতালে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

বারাসত, 16 ডিসেম্বর: জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হবু চিকিৎসকের। মৃতের নাম পৃথ্বীরাজ দাস। বৃহস্পতিবার বারাসতের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ডেঙ্গি মনে হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে । ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে বারাসত পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে। এবিষয়ে মুখ খুলতে চায়নি মৃতের পরিবারের লোকজনও ।

জানা গিয়েছে,ন‍্যাশানাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছিলেন পৃথ্বীরাজ। বারাসতের রথতলা সংলগ্ন এলাকায় তাঁর মামাবাড়ি।সেখানে থেকেই তিনি তাঁর ডাক্তারি পড়াশোনা করছিলেন। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধাবী ছিলেন পৃথ্বীরাজ । স্বভাবতই হবু এই চিকিৎসকের মৃত্যুতে ভারাক্রান্ত পরিবার থেকে পাড়া প্রতিবেশী সকলেই।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডাক্তারি এই পড়ুয়া । চিকিৎসাও চলছিল। কিন্তু কিছুতেই জ্বর না কমায় বুধবার রাতে হবু চিকিৎসক পৃথ্বীরাজ-কে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টাও করেন হাসপাতালের চিকিৎসকেরা । যদিও সমস্ত চেষ্টা ব্যর্থ হয় । চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার ভোররাতে ওই হাসপাতালেই মৃত্যুর কোলে পড়েন ডাক্তারি এই পড়ুয়া । প্রথমে ডেঙ্গি সন্দেহ করা হলেও পরে তাঁর রক্তের রিপোর্টে ডেঙ্গি নেগেটিভ আসে বলে দাবি হাসপাতাল সূত্রের।

এনিয়ে সংবাদমাধ্যমের সামনে সরাসরি কিছু না জানাতে চাইলেও সেপ্টিসেমিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল । এদিকে, এই হবু চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার সদর শহর বারাসতে। জ্বর না অন্য কিছু- কীভাবে এই তরুণ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হল তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়েছেন স্থানীয় পৌর প্রশাসনও।

আরও পড়ুন:

  1. বনগাঁয় ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ প্রতিবেশীর ! অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলা
  2. 15 দিন পরেও হদিশ নেই তৃণমূল কর্মী খুনে সার্প শ‍্যুটারদের, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
  3. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
Last Updated : Dec 16, 2023, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details