পশ্চিমবঙ্গ

west bengal

Road Accident in Bangaon: জামাইষষ্ঠীতে মর্মান্তিক পথদুর্ঘটনা! বনগাঁয় গতির বলি কিশোরী-সহ 3

By

Published : May 26, 2023, 7:17 AM IST

দ্রুত গতিতে বাইক চালানোর ফলে প্রাণ গেল তিনজনের ৷ বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনই এই দুর্ঘটনা ঘটে বনগাঁ থানা এলাকায় ৷ বাইকচালক ও আরোহী- কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
পথদুর্ঘটনা

বনগাঁ, 26 মে: জামাইষষ্ঠীর বিকেলে মর্মান্তিক বাইক দুর্ঘটনা ৷ ঘটনায় মৃত্যু হল এক কিশোরী-সহ তিন জনের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত কলমবাগান বেয়ারা রোডের কুন্দিপুরে ৷ পুলিশ জানিয়েছে, মৃতরা- রূপসা বিশ্বাস (16) ৷ বাড়ি বাগদা থানার বলিদাপুকুর এলাকায় ৷ সঞ্জিত দাস (23), বাড়ি বাগদা থানার দুর্গাপুর এলাকায় ৷ রাজেশ মণ্ডলের (22) বাড়ি বনগাঁ থানার কুন্দিপুর এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপসা, সঞ্জিত ও রাজেশ- তিনজন বাইকে করে বয়রা থেকে কলমবাগানের দিকে যাচ্ছিলেন ৷ ফাঁকা রাস্তা পেয়ে বাইকের গতি বাড়িয়ে দিয়েছিলেন চালক ৷ সামনে যে ডিভাইডার আছে, তা খেয়ালই করেননি চালক ৷ এই অবস্থায় দ্রুত গতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ আচমকা ব্রেক কষায় স্বাভাবিক ভাবে বাইকের তিন আরোহী ছিটকে পড়েন রাস্তায় ৷ সঞ্জিত, রূপসা বা রাজেশের মধ্যে কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে ৷

আরও জানা গিয়েছে, ঘটনাস্থলেই বাইকচালকের মৃত্যু হয় ৷ বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে ৷ চালক ছাড়া বাকি দু'জনকে তড়িঘড়ি বনগাঁ মহকুমার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদেরও মৃত্যু হয় ৷ স্থানীয় সরিব সর্দার বলেন, " দেখে মনে হচ্ছিল বাইকটির গতি 60 থেকে 70 কিলোমিটার ছিল ৷ কুন্দিপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ডিভাইডারে ধাক্কা মারে ৷ তিন জনের কারও মাথায় হেলমেট ছিল না।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ ৷ মৃতদের পরিবারের কাছে খবর দেওয়া হয় ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

গত কয়েক বছরে পথ দুর্ঘটনার সংখ্যা তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। এই ধরনের ঘটনা রুখতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন । হেলমেট ছাড়া যাত্রা আটকাতে মোটা জরিমানার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পেট্রল পাম্পেও হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এত কিছু করেও হেলমেট না পড়ার প্রবণতা কমানো যায়নি। আবারও হেলমেট না পড়ে বাইক চালানোর পরিণাম দেখা গেল বনগাঁয়।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু 2 ছাত্রের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

ABOUT THE AUTHOR

...view details