পশ্চিমবঙ্গ

west bengal

Dengue Servey at Barasat: ডেঙ্গির সার্ভেতে গিয়ে হেনস্থার শিকার পৌরসভার 2 মহিলা স্বাস্থ্যকর্মী, গ্রেফতার অভিযুক্ত

By

Published : Sep 5, 2022, 9:44 PM IST

সার্ভে করত গিয়ে গৃহস্থের হাতে আক্রান্ত হলেন পৌরসভার দুই মহিলা স্বাস্থ্যকর্মী(Dengue Servey at Barasat)৷ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ ৷

ETV Bharat
ডেঙ্গির সার্ভেতে গিয়ে হেনস্থার শিকার পৌরসভার 2 মহিলা স্বাস্থ্যকর্মী

বারাসত, 5 সেপ্টেম্বর:পৌর নির্দেশিকা মতো সোমবার ডেঙ্গির সার্ভে করতে গিয়েছিলেন বারাসতের দুই মহিলা স্বাস্থ্যকর্মী ৷ সেখানে একটি বাড়িতে সার্ভে করতে যাওয়ার পর তাঁদের হেনস্থা, অপমান ও মারধর করা হয় বলে অভিযোগ(2 female municipal health workers harassed during dengue survey at Barasat)। এই ঘটনায় অভিযুক্তকে ধরে চড়, থাপ্পড় দেয় উত্তেজিত জনতা । ঘটনার জেরে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার বারাসতের অশ্বিনী পল্লী এলাকায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় । আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী পাপিয়া দেবনাথ ও ছায়া সাহাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত(Barasat News)জেলা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই দু'জনকে ছেড়ে দেওয়া হয় । এদিকে অভিযুক্ত পিন্টু দত্তকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । পরে, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন :প্রকোপ বাড়ছে ডেঙ্গির, এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রচার ও অভিযানে এলাকা ধরে ধরে চলছে 'ডোর টু ডোর' ক‍্যাম্পেন । তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে বারাসত পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির সার্ভে করতে গিয়েছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা । বাড়ি বাড়ি সার্ভে করার সময় দুই মহিলা স্বাস্থ্যকর্মী লক্ষ্য করেন, পিন্টু দত্ত নামে স্থানীয় এক ব‍্যক্তির বাড়িতে জারের মধ্যে জল জমে রয়েছে । সেখানে কিলবিল করছে মশার লার্ভা । এই দৃশ্য নজরে আসতেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে বলা হয় ওই ব‍্যক্তিকে । আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি ।

দু-এক কথায় শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা ও বাদানুবাদ । অভিযোগ, তখনই পৌরসভার ওই দুই মহিলা স্বাস্থ্যকর্মীকে চরম অপমানিত এবং হেনস্থা করে অভিযুক্ত ব্যক্তি(2 female municipal health workers harassed)। ধাক্কা মারতে মারতে বাড়ির বাইরের রাস্তায় দুই মহিলা স্বাস্থ্যকর্মীকে নিয়ে আসা হয় বলেও অভিযোগ । এই আচরণ দেখে ক্ষুদ্ধ এলাকার লোকজন অভিযুক্তকে পালটা চড়, থাপ্পড় দেয় ৷ খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ৷

যদিও,অভিযুক্ত ব‍্যক্তি মারধরের অভিযোগ অস্বীকার করে পালটা স্বাস্থ্যকর্মীদের ঘাড়েই গোটা ঘটনার দোষ চাপিয়েছে ।
আরও পড়ুন :এক যুগ পর সীতার কাছে রামকে ফেরাল হ্যাম রেডিয়ো

ABOUT THE AUTHOR

...view details