পশ্চিমবঙ্গ

west bengal

মন্দিরের চাতালে বসে পড়ুয়ারা, গোয়ালঘরে মিড ডে মিলের রান্না

By

Published : Sep 5, 2019, 11:00 AM IST

Updated : Sep 5, 2019, 1:24 PM IST

শতাধিক প্রাচীন পাঁঞ্জনিয়া প্রাথমিক বিদ্যালয়ের জমিকে নিজের দাবি করে আদালতে মামলা করেন গ্রামেরই এক ব্যক্তি ৷ আদালতে মামলার কারণে বিদ্যালয় ভবনের সংস্কার করা যায়নি ৷ ফলে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষকরা বিদ্যালয় ভবন ছেড়ে গ্রামেরই এক শিব মন্দিরে পঠনপাঠন শুরু করেন ৷

মন্দির চাতালে চলছে পঠনপাঠন

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর : বিদ্যালয়ের পঠনপাঠন চলে মন্দিরে ৷ মিড ডে মিলের রান্না হয় গোয়ালঘরে ৷ আদালতে মামলার জেরে শতাব্দী প্রাচীন পুরুলিয়ার হুড়া থানার পাঁঞ্জনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভবিষ্যৎ থমকে ৷

পাঁঞ্জনিয়া প্রাথমিক বিদ্যালয়ের জমিকে নিজের দাবি করে পুরুলিয়া জেলা আদালতে মামলা করেন গ্রামের এক ব্যক্তি ৷ আদালতে মামলার কারণে বিদ্যালয় ভবনের সংস্কার করা যায়নি ৷ ফলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষকরা বিদ্যালয় ভবন ছেড়ে গ্রামেরই এক শিব মন্দিরের চাতালে পঠনপাঠন শুরু করেন ৷ বিগত তিন বছর ধরেই এভাবেই চলছে স্কুল ৷ নিরুপায় শিক্ষকরা ৷

জীর্ণ বিদ্যালয় ভবন

আরও পড়ুন: পড়ুয়া নেই, ফাঁকা ক্লাসে সময় কাটান শিক্ষকরা

প্রাথমিক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়ানুদ্দিন শেখ বলেন, "শতাব্দী প্রাচীন পাঁঞ্জনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে আদালতে মামলা চলছে ৷ তাই জমিজটে আটকে রয়েছে স্কুলের ভাগ্য ৷ গ্রামের এক বাসিন্দার গোয়ালঘরে চলে মিড ডে মিলের রান্না ৷ খোলা আকাশের নিচে বসেই মিড ডে মিল খায় পড়ুয়ারা ৷ বিশেষ করে বর্ষার সময় সমস্যায় পড়তে হয় সকলকে৷ তখন পঠনপাঠন চালানো মুশকিল হয়ে পড়ে ৷ বজ্রবিদ্যুতে মৃত্যুর আশঙ্কা থাকায় ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হয় ৷ শিক্ষার উপযোগী পরিবেশ নেই ৷ পরিকাঠামোর অভাবের ফলে পড়ুয়াদের সংখ্যাও দিন দিন কমে আসছে ৷ এ বিষয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরের নিকট বারবার আবেদন জানানো হলেও কোনও উপায় হয়নি ৷ "

শুনুন শিক্ষকের বক্তব্য

এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক আলোক মহাপাত্র বলেন, "ওই বিদ্যালয়ের জমি নিয়ে আদালতে মামলা চলায় আপাতত ওই বিদ্যালয় ভবন নির্মাণ ও সংস্কার সম্ভব নয় ৷ তবে ওই এলাকায় যদি পরিত্যক্ত জমি থাকে তাহলে সেখানে স্কুল ভবন নির্মাণ করা যায় কি না তা দেখা হবে ৷"

Last Updated : Sep 5, 2019, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details