পশ্চিমবঙ্গ

west bengal

পৌরসভার পাইপ লাইন ফেটে জল দুষিত, ওয়ার্ডে ছড়াল আন্ত্রিক

By

Published : Feb 27, 2019, 8:02 AM IST

শীত কাটতে না কাটতেই আন্ত্রিকের প্রকোপ বাড়ল পুরুলিয়া শহরে। শহরের ৫ নম্বর ওয়ার্ডে হুচুক পাড়ায় আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে শিশু সহ প্রায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

diarrhea

পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি : শীত কাটতে না কাটতেই আন্ত্রিকের প্রকোপ বাড়ল পুরুলিয়া শহরে। শহরের ৫ নম্বর ওয়ার্ডে হুচুক পাড়ায় আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

মঙ্গলবার খবর পেয়ে মেডিকেল টিম এলাকা পরিদর্শন করে। আক্রান্তদের মধ্যে শিশু সহ প্রায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে সরবরাহ করা পানীয় জল থেকেই আন্ত্রিক ছড়িয়েছে। তাঁদের দাবি, ওই এলাকায় গভীর নলকূপ বসিয়ে পরিশ্রুত জল সরবরাহ করুক প্রশাসন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রবিবার রাত থেকেই হুচুক পাড়ায় একাধিক বাসিন্দার পেট ব্যথা, বমি ও পায়খানা শুরু হয়। মঙ্গলবারের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় প্রায় ১৫০ জন। বিষয়টি নিয়ে পৌরসভাকে বারবার বলা হলেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থানে যান পৌরসভার স্বাস্থ্য বিভাগের সদস্যরা। স্বাস্থ্য বিভাগের তরফে এলাকায় ছড়ানো হয় ব্লিচিং পাউডার। স্থানীয় মানুষদের মধ্যে ওষুধ বিলি করা হয়।

হুচুকপাড়ার বাসিন্দা পূজা গোস্বামী, জোহরন আনসারির অভিযোগ, "এলাকায় নিয়মিত নর্দমা পরিষ্কার হয় না। পৌরসভা থেকে সরবরাহ করা পানীয় জলে নোংরা ভাসতে দেখা যায়। জঞ্জাল ও জলাশয়ের জেরে এলাকায় মশার উপদ্রব বাড়ছে।"

Intro:পুরুলিয়া : পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে বিরোধী দলের সদস্যদের অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে l অপহরণের এই ঘটনাটি ঘটে বরাবাজারের ভাগাবাঁধ পঞ্চায়েতে l এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা l চাকলতড়-বরাবাজার রাস্তা অবরোধ করে তারা l বিজেপির অভিযোগ তাদের ভাগাবাঁধ পঞ্চায়েতের দুই সদস্য ও স্থানীয় ব্লক সভাপতিকে অপহরণ করে নির্জন স্থানে রাখে তৃণমূল l যাতে ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করতে না পারে তার জন্য জঘন্যতম এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল বলে অভিযোগ l বিস্তারিত বিবরণ দিয়ে জেলা পুলিশ সুপার ও পুরুলিয়া মফস্বল থানায় লিখিত অভিযোগ করে বিজেপি l ওই পঞ্চায়েতে সিপিএম ও কংগ্রেসের এক সদস্যও অপহৃত হন বলে অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে lBody:ভাগাবাঁধ পঞ্চায়েত সদস্যা বিমলা হাঁসদার অভিযোগ, বোর্ড গঠনে যাওয়ার সময় তিনটি গাড়িতে করে একদল দুষ্কৃতী তাদের গাড়িটি রাস্তার মধ্যে আটকায় l সেখানে দু রাউন্ড গুলি ছোড়ে তারা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে শংসাপত্র ও অন্যান্য মূল্যবান কাগজ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা l অপহৃতদের মধ্যে রয়েছেন বিজেপির বিশ্বরূপ মাহাতো, বাদল মাহাতো ছাড়াও কংগ্রেস সদস্য অম্বুজ কুমার মাহাতো, সিপিএম এর বৈদ্যনাথ মাহাতো এবং বিজেপির ব্লক সভাপতি ভগীরথ মাহাতো l এই ঘটনার পর পথ অবরোধ করে এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় l খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l অপহৃতদের ফিরিয়ে পঞ্চায়েত স্থগিত রাখার দাবিতে সোচ্চার হন তারা l Conclusion:বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা জানান, "প্রশাসন ও জেলা পুলিশ ঘটনা জানার পরেও ওই পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত না করলে বৃহত্তর আন্দোলনে যাবো l"

দলের বিরুদ্ধে ওঠা বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো l তিনি বলেন, "বিজেপি আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্যই কুতস্যা রটাচ্ছে l কোথাও কোনো গন্ডগোল হয়নি l অপহরণের কোনো ঘটনা ঘটেনি l"

ABOUT THE AUTHOR

...view details