পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: ঘাসফুল প্রতীকে হাতিয়ার উন্নয়ন, পঞ্চায়েত ভোটযুদ্ধে সামিল একদা মাও এরিয়া কমান্ডারের স্ত্রী

By

Published : Jul 2, 2023, 6:13 PM IST

একসময় ভোট বয়কটের ডাক দেওয়া মাও নেতার স্ত্রী নির্বাচনে তৃণমূল প্রার্থী ৷ তাঁর পাশে রয়েছেন প্রাক্তন মাও এরিয়া কমান্ডার স্বামীও ৷ অন্যরকম ছবি পুরুলিয়ায় ৷

Former Maoist area commander wife TMC Candidate
মাও নেতার স্ত্রী ভোট প্রার্থী

পঞ্চায়েত ভোটযুদ্ধে সামিল একদা মাও এরিয়া কমান্ডারের স্ত্রী

পুরুলিয়া, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের ময়দানে সামিল অযোধ্যা স্কোয়াডের প্রাক্তন মাও এরিয়া কমান্ডার নন্দ ওরফে আনন্দ কুমারের স্ত্রী তনুজা । এবারের পঞ্চায়েত ভোটে তিনিই লড়াই করবেন তৃণমূলের হয়ে । প্রার্থী হয়েছেন ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েত থেকে ৷

প্রসঙ্গত, বাম আমলে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল পুরুলিয়া । কান পাতলেই শোনা যেত বোমা-গুলির শব্দ। বাতাসে ভেসে বেড়াত বারুদের গন্ধ । সন্ধে নামলেই গৃহবন্দি হয়ে যেত মানুষজন । তৎকালীন পুরুলিয়া সাক্ষী থেকেছে একের পর এক হত্যালীলার। তারপর রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। ধীরে ধীরে মাও কার্যকলাপ বন্ধ হতে থাকে । 14 নভেম্বর 2011 সালে পুরুলিয়ায় মাওবাদী হামলায় নিহত হন বলরামপুরের খুনটাড় গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক বাঁকু সিং সর্দার এবং তাঁর ছেলে রমেশ সিং সর্দার । এই ঘটনাটিই ছিল পুরুলিয়ায় শেষ মাওবাদী হামলায় মৃত্যুর ঘটনা ।

আরও পড়ুন:একই পরিবারের দুই জা'য়ের ভোটের লড়াইয়ে মেতে হরিশ্চন্দ্রপুর

তারপর রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যে ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরে আসেন বহু মাও নেতা । তেমনই একজন পুরুলিয়ার বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রামের বাসিন্দা আনন্দ কুমার। একসময় অযোধ্যা স্কোয়াডের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন তিনি । বাংলা, ঝাড়খণ্ড মিলিয়ে 19টি মামলা ছিল আনন্দ কুমারের নামে। তাঁর নাম শুনলেই হৃদস্পন্দন থমকে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত সাধারণ মানুষের । পরে মাও স্কোয়াড থেকে বেরিয়ে এসে তিনি আত্মসমর্পণ করেন ।

বর্তমানে তিনিই রাজ্য সরকারের অধীনে হোমগার্ডের কর্মী হয়ে আইন রক্ষার কাজ করে চলেছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁরই স্ত্রী তনুজা কুমার গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটের ময়দানে নেমেছেন। একটা সময় নির্বাচন এলেই ভোট বয়কটের ডাক দিত মাওবাদীরা । সাদা কাগজের উপর লাল কালিতে হাতে লেখা পোস্টার ৷ ভোট বয়কটের পোস্টার ঝুলিয়ে দেওয়া হত গ্রামে গ্রামে । আজ তাদেরই মধ্যে একজন, প্রাক্তন মাও এরিয়া কমান্ডার আনন্দ কুমারের স্ত্রী তনুজা লড়বেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী হয়ে ।

আরও পড়ুন:মানুষের মনে রয়েছেন, দৃশ্য দূষণের জেরে দেওয়াল লিখনে না কংগ্রেস প্রার্থীর

বন্দুকের নল দেখিয়ে নয়, হাতজোড় করে সকলের কাছে প্রার্থনা করছেন আপনাদের উন্নয়নের স্বার্থে এবার ভোট দিন । প্রথমবার রাজনীতির ময়দানে নেমে রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে বাজিমাত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তনুজা কুমার । জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি । ভোট যুদ্ধে স্ত্রীর পাশে রয়েছেন আনন্দ কুমারও । তিনি বলেন, "মানুষ আমাদের পাশে রয়েছে ৷ স্ত্রী নিশ্চয় জিতবে ৷"

ABOUT THE AUTHOR

...view details