পশ্চিমবঙ্গ

west bengal

করোনায় বন্ধ অনুষ্ঠান, কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা ?

By

Published : Jun 20, 2021, 5:22 PM IST

ছৌ
ছৌ ()

পুরুলিয়ার ছৌ শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া ৷ কিন্তু করোনার জেরে বিদেশ যাত্রাও এখন অতীত ৷ কোথাও বরাত না মেলায় কার্যত ধুঁকতে বসেছে ছৌ শিল্প ৷ অনুষ্ঠানের ডাক পেয়েও ভাগ্য সহায় হয়নি ৷ করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে সব অনুষ্ঠান ৷ কেমনভাবে দিন কাটছে তাঁদের ?

পুরুলিয়া, 20 জুন : করোনা পরিস্থিতি এলোমেলো করে দিয়েছে জীবন ৷ বদলে গেছে সব কিছু ৷ সংক্রমণের আশঙ্কায় বহুদিন ধরে বন্ধ অনুষ্ঠান ৷ বিভিন্ন পেশার শিল্পীদের কাছেই এই সময়টা কষ্টকর ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের কাছে করোনা যেন অভিশাপ হয়ে নেমে এসেছে ৷ অনুষ্ঠান বন্ধ থাকায় অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ করোনা কাঁটায় সঙ্কটে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ৷

পুরুলিয়ার ছৌ শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া ৷ কিন্তু করোনার জেরে বিদেশ যাত্রাও এখন অতীত ৷ কোথাও বরাত না মেলায় কার্যত ধুঁকতে বসেছে ছৌ শিল্প ৷ অনুষ্ঠানের ডাক পেয়েও ভাগ্য সহায় হয়নি ৷ করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে সব অনুষ্ঠান ৷

পুরুলিয়ার বাঘমুন্ডির চরিদা, বালিগারা, ডিমডিহা, চাকরা, কচাহাতু প্রভৃতি গ্রামে বহু ছৌ শিল্পীর বাস ৷ বিভিন্ন অনুষ্ঠানে ছৌ নাচ পরিদর্শনের মাধ্যমে তাঁদের সংসার চলে ৷ অনুষ্ঠানের বরাতেই হাসি ফোটে মুখে ৷ হয় অন্নসংস্থান ৷ কিন্তু এই পরিস্থিতিতে প্রচণ্ড অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ কীভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না দুর্গা, কালী, সিংহ প্রভৃতির মুখোশ পরে আনন্দ দেওয়া সেই মানুষগুলো ৷

করোনা কাঁটায় ধুলো জমছে ছৌ শিল্পে ব্যবহৃত জিনিসপত্রে

চাকরা মা বিষহরি হরিজন ছৌ নৃত্য পার্টির ম্যানেজার উত্তম সহিস জানান, সরকারিভাবে নাম নথিভুক্ত করে আবেদন করার পরেও মিলছে না শিল্পী ভাতা ৷

অনুষ্ঠান বন্ধ, পড়ে রয়েছে ছৌ মুখোশ

এই দলেরই অন্য এক শিল্পী সঞ্জয় সহিস বলেন, "আমরা সবাই এই ছৌ নাচের উপরই নির্ভরশীল ৷ বায়না পেয়েও করোনার জেরে সব বাতিল হয়ে গেছে ৷ সরকারি ভাতা পেতে আবেদন করলেও এখনও তা পাইনি ৷ এই পরিস্থিতিতে কোনও রকম সাহায্য না পেলে আমরা আর কিচ্ছু করতে পারব না ৷"

করোনায় বন্ধ অনুষ্ঠান, কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা ?

আরও পড়ুন :সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা

ABOUT THE AUTHOR

...view details