পশ্চিমবঙ্গ

west bengal

হলদিয়ায় শুভেন্দুকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

By

Published : May 3, 2021, 12:12 PM IST

তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর গাড়ির কাচে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷

suvendu
suvendu

হলদিয়া, 3 মে : ভোট গণনার দিন সন্ধেবেলায় হলদিয়ায় ঢুকতে বাধা পেলেন শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা ৷ শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে ৷

নন্দীগ্রাম বিধানসভার গণনার সময় প্রথম থেকেই শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীর ভোটের মার্জিন কমতে থাকে । এমনকী বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে কয়েক হাজার ভোটে জয়লাভ করেছেন বলে শোনা যায় । কিন্তু তারপর নির্বাচন কমিশন বেশ কিছুক্ষণ গণনা বন্ধ রাখে বলে অভিযোগ । এরপর রাতের দিকে নির্বাচন কমিশনের তরফে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয় । এই ঘটনায় তৃণমূলের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন । নন্দীগ্রাম বিধানসভার সতেরো রাউন্ডের গণনার জটিলতায় গভীর রাত পর্যন্ত হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷

হলদিয়ায় ঢুকতে বাধা শুভেন্দুকে

আরও পড়ুন : কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট

তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর গাড়ির কাচে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। আজ হলদিয়ায় আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পাথর ছুড়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয় । একজন জনপ্রতিনিধি হয়েও যদি এমন ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় ?"

খবর পেয়ে বিক্ষোভকারীদের হটাতে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ কিন্তু এলাকা এখনও থমথমে রয়েছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে হলদিয়া মঞ্জুশ্রীর একাধিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । অপরদিকে গতকাল গণনার ফলাফল বের হতেই নন্দীগ্রামের পরিস্থিতিও যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছে । গতকাল রাত থেকেই সেখানেও বিশেষ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে । পুনরায় সতেরো রাউন্ডের গণনার দাবি এবং নির্বাচন কমিশনের দুর্নীতির বিরুদ্ধে আজও হলদিয়ার মঞ্জুশ্রী সহ নন্দীগ্রামের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে পারে তৃণমূল কংগ্রেস ।

ABOUT THE AUTHOR

...view details