পশ্চিমবঙ্গ

west bengal

Notice to Adhikari Family: কাঁথিতে গ্রিনসিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগে অধিকারী পরিবারের সদস্যদের নোটিশ পুলিশের

By

Published : Jul 11, 2022, 11:07 PM IST

পুলিশের পাঠানো নোটিশ প্রসঙ্গে (police sends notice to members of Adhikari family) শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি নোটিশ হাতে পাননি ৷ নোটিশ পেলে তাঁর আইনজীবী তার উত্তর দেবেন ৷

Notice to Adhikari Family
অধিকারী পরিবারের সদস্যদের নোটিশ পুলিশের

কাঁথি, 11 জুলাই: গ্রিনসিটি মিশন প্রকল্পে কাঁথি পৌরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই ৷ এবার এই দুর্নীতির তদন্তের সূত্রে কাঁথির অধিকারী পরিবারের নিবাস স্থল 'শান্তিকুঞ্জ'তে নোটিশ দিল পুলিশ ৷ সোমবার বিকেলে 'শান্তিকুঞ্জ'তে গিয়ে এই নোটিশ দিয়ে আসে কাঁথি থানার পুলিশ (police sends notice to members of Adhikari family) ৷ জানা গিয়েছে, এই নোটিশে নাম রয়েছে শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীর ৷

উল্লেখ্য, গ্রিনসিটি মিশন প্রকল্পে কাঁথিতে বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ অভিযোগ, এই প্রকল্পকে ঘিরে কয়েক বছর আগে বড় অঙ্কের আর্থিক দুর্নীতি হয় কাঁথি পৌরসভায় ৷ এই দুর্নীতির তদন্তে কাঁথি পৌরসভার তৎকালীন নির্বাহী কর্মকর্তা সমীর দে'কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ পাশাপাশি ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে তদন্তের জন্য হেফাজতেও নেওয়া হয়েছিল কাঁথি থানার পক্ষ থেকে । যদিও দিলীপবাবু বর্তমানে এই কেসে জামিনে রয়েছেন ৷

এই দুর্নীতির তদন্তে নবান্নের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী কমিটিও গড়া হয় ৷ সেই কমিটিতে রয়েছেন, পূর্ব মেদিনীপুরের অতিরিক্তি জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) মানব সিংলা, কাঁথির মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাস এবং কাঁথি পৌরসভার চেয়ারম্যান । যদিও এই নোটিশ প্রসঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি নোটিশ হাতে পাননি ৷ নোটিশ পেলে তাঁর আইনজীবী তার উত্তর দেবেন ৷

অধিকারী পরিবারের সদস্যদের নোটিশ পুলিশের

আরও পড়ুন:মমতার শহিদ দিবস পালনের অধিকার নেই বলে তোপ দাগলেন শুভেন্দু

অন্যদিকে, এই নোটিশ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, "অধিকারী পরিবারের আমলে কাঁথি পৌরসভায় একাধিক দুর্নীতি হয়েছে ৷ তদন্ত চলছে ৷ একে একে সব সামনে আসবে ৷ এই নোটিশ পাঠানোর মধ্যে কোনও নোংরামো বা রাজনৈতিক প্রতিহিংসা নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details