পশ্চিমবঙ্গ

west bengal

MLA Development Scheme: বিধায়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

By

Published : Jul 29, 2022, 11:06 PM IST

রাজ্য বিধানসভার বিধায়কদের এলাকা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে। সেই অর্থে এলাকার সঠিক উন্নয়ন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির 5 প্রতিনিধি সদস্য(Members of Standing Committees Visit East Medinipur)।

MLA Development Scheme
বিধায়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

পূর্ব মেদিনীপুর, 29 জুলাই: রাজ্য বিধানসভার বিধায়কদের এলাকা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে । সেই অর্থ এলাকার সঠিক উন্নয়নে কাজে লাগানো হয়েছে কি না তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির 5 প্রতিনিধি । এই কমিটির চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর নেতৃত্বে এলাকা পরিদর্শন করেন 5 সদস্যের প্রতিনিধি দল (Members of Standing Committees Visit East Medinipur)৷

বৃহস্পতিবার রামনগর, পটাশপুর পরিদর্শনের পর মহিষাদলে আসেন । মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ৷ তাঁর বিধায়ক তহবিলের অর্থে এলাকায় কী কী উন্নয়ন করেছেন এবং এলাকার মানুষের চাহিদা কী তা খতিয়ে দেখেন কমিটির প্রতিনিধিরা । এদিন প্রথম মহিষাদলের প্রাচীন রথ পরিদর্শন করেন 5 সদস্যের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা ৷

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

মহিষাদল পঞ্চায়েত সমিতি ও পার্শ্ববর্তী এলাকায় বিধায়ক তহবিলের অর্থে নির্মিত পথবাতি পরিদর্শন করেন । পরে মহিষাদল রাজবাড়ি পরিদর্শনে যান । এই কমিটিতে নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, আমতার বিধায়ক সুকান্ত পাল-সহ অন্যান্যরা । এদিন মহিষাদল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার স্কুলের পড়ুয়া ও ক্লাবের সদস্যদের হাতে চারাগাছ তুলে দেন কমিটির প্রতিনিধিরা । কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, "বিধায়ক তাঁর এলাকায় উন্নয়নমূলক কাজ সঠিকভাবে করছে কি না । এলাকার মানুষের ঠিক কি প্রত্যাশা রয়েছে সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখলাম । সমস্ত কিছু আমরা বিধানসভার অধ্যক্ষের নিকট জমা করব । যে সব জায়গায় আমরা ঘুরেছি দেখলাম খুব ভালো কাজ হয়েছে । রাজনীতি ভুলে সাধারণ মানুষের সামনে উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।"

ABOUT THE AUTHOR

...view details