পশ্চিমবঙ্গ

west bengal

দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যু, ঋণের দায়ে আত্মহত্যা; সন্দেহ পুলিশের

By

Published : Jan 22, 2020, 12:10 PM IST

দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যু। নিজের হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। মৃতের কাছ থেকে উদ্ধার সুইসাইড নোট । পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের দায়ে আত্মঘাতী হতে পারেন হোটেল মালিক।

digha hotel owner suicide
দিঘায় আত্মঘাতী হোটেল মালিক

দিঘা, 22 জানুয়ারি : দিঘায় নিজের হোটেলেই অস্বাভাবিক মৃত্যু মালিকের। মৃতের নাম বিনয় কুমার মাইতি (37) । গতকাল রাতে তাঁর হোটেলের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, হোটেলটি লিজে নেওয়ার জন্য মোটা টাকা সুদের ধার নিয়েছিলেন বিনয়বাবু । সেই ঋণ শোধ করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি, মনে করা হচ্ছে এমনই ৷

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, গতকাল রাতে হোটেলের ঘরে ফ্যানের সঙ্গে গলায় মাফলার জড়িয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বিনয়কে । এরপর পুলিশ গিয়ে বিনয়ের দেহ উদ্ধার করে । বিনয়ের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট । তাতে লেখা রয়েছে, হোটেলের লিজ নিতে গিয়ে মোটা টাকা ধার নিয়েছিলেন তিনি । সেই টাকা মেটাতে না পেরে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন । বিনয়, তাঁর এক বন্ধু গৌতম করকে নিয়ে নিউ দিঘার হোটেলটি লিজে নিয়েছিলেন । দু'জনের বাড়িই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাশপুরে।

দিঘা থানার OC বাসুকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details