পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: লোকসভা ভোটে বাবার কেন্দ্রে প্রার্থী এবার শুভেন্দু ! দেওয়াল লিখন শুরু নিয়ে বিতর্ক

By

Published : Jul 17, 2023, 7:25 PM IST

Updated : Jul 17, 2023, 8:18 PM IST

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই কাঁথি কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করল বিজেপি ৷

Etv Bharat
কাঁথির প্রার্থী এবার শুভেন্দু

লোকসভা ভোটে বাবার কেন্দ্রে প্রার্থী এবার শুভেন্দু

কাঁথি, 17 জুলাই:বাবা শিশির অধিকারী এখনও কাঁথির সাংসদ ৷ মেয়াদ শেষ হবে 24-এ ৷ তবে তাঁকে যে আর তৃণমূল প্রার্থী করবে না, তা একরকম স্পষ্ট ৷ এর মাঝেই কাঁথি কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী দেখতে চেয়ে লেখা হল দেওয়াল ৷ যেখানে দেখা যাচ্ছে, একদিকে আঁকা রয়েছে পদ্ম ফুলের প্রতীক, অন্যদিকে গোটা অক্ষরে লেখা রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আহ্বান ৷ আর এই দেওয়াল লিখন নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের রেশ এখনও কাটেনি ৷ তার মাঝেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই ৷ কিন্তু ন'মাস আগেই সরাসরি প্রার্থীর নামে দেওয়াল লিখন ! এমন ঘটনা ইতিপূর্বে দেখা গিয়েছে কি না, তা নিয়ে সংশয়ে রাজনৈতিক মহলেও ৷ কিন্তু তেমনই ঘটনা এবার ঘটল অধিকারী-গড়ে ৷ পূর্ব মেদিনীপুরে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার আগেই বিজেপির দেওয়াল লিখনের জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। সোমবার এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার বাসুদেব বেড়িয়ায় ৷ বড়বাড়িয়া গ্রামের 112 নম্বর বুথের এক দেওয়ালে লেখা রয়েছে, কাঁথি লোকসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ও পদ্ম ফুলের ছবি।

শুধু তাই নয়, দেওয়াল লিখনে শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদনও জানানো হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি কর্মীরা ৷ বিজেপির জেলা যুব মোর্চার তরফে এই দেওয়াল লেখা হয়েছে বলেও নীচে লেখা হয়েছে ৷ যদিও, বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন এই দেওয়াল লিখন প্রসঙ্গে সুকান্ত বলেন, "কী হয়েছে, না হয়েছে সে বিষয়ে আমাদের কাছে এখনও কোনও খবর আসেনি ৷ এবিষয়ে খবর মিললে দেখা যাবে ৷"

আরও পড়ুন: সরকার ফেলতে চাইছে না বিজেপি, আচমকাই সুর বদল সুকান্তর

তৃণমূল অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি ৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জানান, হাস্যকর পরিস্থিতি ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোটের পর বিজেপি দলের অন্দরে শুভেন্দু অধিকারীর গুরুত্ব এতটাই কমে গিয়েছে, যে এখন দাদার অনুগামীদের দিয়ে লোকসভা ভোটের প্রার্থী পদের জন্য দেওয়াল লেকাতে হচ্ছে বিরোধী দলনেতাকে ৷ যদিও বিজেপি কর্মী শুভাশিস পণ্ডিত বলেন, "আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে চাই। তাই আমি শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন করেছি।"

Last Updated :Jul 17, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details