পশ্চিমবঙ্গ

west bengal

Mandarmani Murder Case: মন্দারমণিতে যুবতী খুন, ন'দিনের মাথায় গ্রেফতার 2

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 9:59 PM IST

মন্দারমণিতে যুবতী খুনের ঘটনায় ন'দিনের মাথায় দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি আদালতে তোলা হয় ৷ বিচারক 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন।

Etv Bharat
প্রতীকী ছবি

মন্দারমণি, 21 সেপ্টেম্বর:মন্দারমণিতে যুবতীর খুনের ঘটনায় ন'দিনের মাথায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন।

মন্দারমণি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত বেরা বলেন, "তদন্তে নেমে দুই বন্ধুকে দমদম থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন কাঁথি মহকুমা আদালতে 15 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করা হয়েছিল ৷ তবে বিচারক 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবার তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হবে। আশা করি তদন্তে খুনের প্রকৃত কারণ উঠে আসবে।

গত 11 সেপ্টেম্বর মন্দারমণি কোস্টাল থানার চাঁদপুরের সমুদ্র সৈকতে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ অর্ধ নগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তারপরেই তদন্তে নামে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পরে ওই যুবতীর পরিচয় জানা যায় । যুবতী নদিয়া তাহেরপুর থানা এলাকার বাসিন্দা। তার দিদির বাড়ি ব্যারাকপুর। তিনি পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন। 10 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরোনোর সময় দিদির বাড়ি যাচ্ছেন বলে বেরিয়ে যান। তারপর তিনি আর বাড়ি ফেরেননি বলে জানা যায়। সকালে চাঁদপুর সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয়ের দেহ দেখতে পেয়ে পুলিশ তদন্ত নামে।

আরও পড়ুন: মন্দারমণির সৈকতে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ

পরিবার সূত্রে জানা গিয়েছে, 8 তারিখ শুক্রবার দিদিকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে ওই যুবতী গিয়েছিল ব্যারাকপুরে ৷ সেখানে রাত কাটান তিনি ৷ শনিবার সোদপুরে বিউটি পার্লারে কাজে যোগ দেওয়ার নাম করে 6.40 নাগাদ দিদির বাড়ি থেকে বের হন ৷ অভিযোগ, তারপর থেকেই যুবতীয় ফোন বন্ধ ছিল ৷ রাতেও বাড়ি না ফেরায়, তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার ৷ এরপর 13 তারিখ মন্দারমণি বিচ থেকে যুবতীর অর্ধ নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন: লেট-নাইট পার্টিতে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্রীর মৃত্যু, গ্রেফতার বন্ধু

ABOUT THE AUTHOR

...view details