পশ্চিমবঙ্গ

west bengal

Anish Khan Death Case : "পুলিশের যেতে ছ'ঘণ্টা সময় লেগেছে", আনিশ খুনে মমতাকে তোপ সেলিমের

By

Published : Feb 23, 2022, 8:46 AM IST

Updated : Feb 23, 2022, 11:34 AM IST

আনিশ খান হত্যাকাণ্ডে শাসকদলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন প্রবীণ বামনেতা মহম্মদ সেলিম ৷ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি (Anish Khan Death Case) ৷

Md Salim on Anish Khan Murder
আনিশ খুনের দায়িত্ব পুলিশমন্ত্রীকে নিতে হবে

বর্ধমান, 23 ফেব্রুয়ারি : "আনিশের বাবা যখন পুলিশকে ফোন করেছিল, তখন আমতা থানা আসেনি ৷ পুলিশের যেতে ছ'ঘণ্টা সময় লেগেছে", রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য, নেতা মহম্মদ সেলিম । আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন মিছিল করছে, তখন হাজার হাজার পুলিশ ৷ তারা কোথা থেকে এল ? প্রশ্ন প্রবীণ বামনেতার । মঙ্গলবার সন্ধেয় বর্ধমান শহরের বীরহাটা উত্তম ময়দানে বাম প্রার্থীদের হয়ে প্রচারে এসে সাংবাদিকদের এই কথা জানালেন প্রবীণ বামনেতা (Leftfront leader Md Salim slams Mamata Banerjee over Anish Khan murder) ।

আনিশ খানের মৃত্যুতে পুলিশ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, "প্রথমে বলা হয়েছিল পুলিশ ওখানে যায়নি ৷ এখন পুলিশকর্মীদের সাসপেন্ড করা হচ্ছে, সেটা লোক দেখানো ।" তাঁর দাবি, খুনের অপরাধে সাসপেন্ড কোনও শাস্তি হতে পারে না ৷ পুলিশকর্মীদের কর্তব্যে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে । তাঁর প্রশ্ন, "কর্তব্যে অবহেলা কার হয়েছে ? শুধুমাত্র ওই কনস্টেবলের ? শুধু অন-ডিউটিতে যে থানায় ছিল ? আমতা থানা বলেছিল বাগনান থেকে আসতে পারে ৷"

আনিশ খান খুনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম

আরও পড়ুন :Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা

তিনি জানান, এলাকাটা কোন থানার আওতায় পড়ে তা দেখার জন্য একজন গ্রামীণ এসপি থাকেন ৷ তাঁর উপরে পুলিশমন্ত্রী আছেন ৷ পুলিশকর্মীদের সাসপেন্ড করা নিয়ে মহম্মদ সেলিম বলেন, "এ ধরনের ঘটনা ঘটে বা ঘটানো হয় ৷" আর "তখন সবচেয়ে নিচুতলায় যে আছে, তার দিকে খড়্গহস্ত হয়ে দেখানো হয়, তারা ছাড়া বাকি সব ঠিক আছে ৷ কিন্তু আসল গলদ কোথায়, সেটা ধামাচাপা দেওয়া হয় ।"

পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে সেলিম বলেন, "রাজ্যের পুলিশ মন্ত্রী নবান্নে বসে পুরো বিষয়টাকে সমর্থন করছেন । তাঁর গণতান্ত্রিক ধ্যানধারণা নেই ৷" এ বিষয়ে মিডিয়ার প্রশ্ন করার সাহসকেও কটাক্ষ করেন বামনেতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিল ৷ এই মন্তব্যকে পাল্টা আক্রমণ করে সেলিম বলেন, "নবান্নে মুখ্যমন্ত্রী কার জন্য কাজ করবেন ? যে তাঁর দলের হয়ে কাজ করেছে ? কার নিরাপত্তাবিধান করবেন ?"

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

মহম্মদ সেলিম বলেন, "উপরের স্তরে কেউ যখন জড়িত থাকেন, তখনই বলা হয়, 'কারও ইচ্ছে করে কি কেউ কিছু ঘটায় ?' এর মানে যে ঘটিয়েছে, তাঁর ইচ্ছে বা অনিচ্ছে মুখ্যমন্ত্রী জানেন" ৷ মুখ্যমন্ত্রী আনিশের হত্যাকারীকে জানেন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "পুলিশমন্ত্রী কেন দায়িত্ব নেবেন না ?"

পলিটব্যুরোর সদস্য একটি হিন্দিতে প্রচলিত একটি উক্তি তুলে ইঙ্গিত করেন, ঘোড়া এমনি গিয়ে জল খায় আর গাধা পা দিয়ে জল ঘোলা করে খায় ৷ তিনি বলেন, "জলটা ঘোলা করেছে কে ? সেই গাধাকে ধরুন আগে ৷"

Last Updated :Feb 23, 2022, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details