পশ্চিমবঙ্গ

west bengal

Brother Killed in Memari: পারিবারিক অশান্তি, নেশাগ্রস্ত দাদার লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

By

Published : Nov 10, 2022, 8:18 PM IST

পারিবারিক অশান্তি লেগেই থাকত প্রামাণিক পরিবারে ৷ পরিবারের বড় ছেলে জগাই প্রামাণিক বুধবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে ৷ এরপর সে তার স্ত্রীকে মারতে শুরু করে ৷ কিন্তু বাবা-মা, ভাই, প্রতিবেশীরা মিলে তখনকার মতো অশান্তি মিটিয়ে দেন ৷ এরপর মাঝরাতে ফের দুইভাইয়ের সঙ্গে বচসা আরম্ভ হয় ৷ তা পৌঁছয় হাতাহাতিতে ৷ আর ওই নেশাগ্রস্ত দাদার লাঠির আঘাতে মৃত্যু হয় ভাইয়ের (Brother Killed by Elder Brother) ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারির (Memari in Purba Bardhaman) ৷

Brother Killed in Memari
নেশাগ্রস্ত দাদার লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

মেমারি, 10 নভেম্বর:নেশাগ্রস্ত দাদার হাতে মার খেয়ে মৃত্যু হল ভাইয়ের। মৃতের নাম মাধাই প্রামাণিক (34)। পূর্ব বর্ধমান জেলার মেমারির বোহার এলাকার ঘটনা। ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা ওরফে জগাই প্রামাণিক পলাতক। মেমারি থানার পুলিশ (Memari Police) ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে জগাই। বাড়ি ফেরার পরে সে তার বউয়ের সঙ্গে অশান্তি শুরু করে ৷ তাঁকে মারধর করতে থাকেন। বউদিকে বাঁচাতে এগিয়ে আসে জগাইয়ের ভাই মাধাই। তখনকার মতো অশান্তি থেমে যায়। এরপর গভীর রাতে ফের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। তা হাতাহাতির রূপ নেয়।

সেই সময় জগাই মোটা লাঠি দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মাধাই প্রামাণিক অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কালনা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College) ভরতি করা হয়। বৃহস্পতিবার বেলার দিকে বর্ধমান মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা না-হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:অপমানে আত্মঘাতী তরুণী, শপিং মলের কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ পরিবারের

মৃতের পরিবার সূত্রে খবর, জগাই সন্ধে নাগাদ তার স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে। সেখানে তার বাবা-মা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করতে যায় সে। যা দেখে প্রতিবাদ করেন ছোট ভাই মাধাই। প্রতিবেশীরা ঝগড়া শুনে তড়িঘড়ি এলে ঝামেলা তখনকার মতো মিটে যায়। গভীর রাতে ফের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন সে মোটা লাঠি দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে ৷ আর তাতেই প্রাণ যায় মাধাই প্রামাণিকের (Brother Killed by Elder Brother) ৷

ABOUT THE AUTHOR

...view details