পশ্চিমবঙ্গ

west bengal

Katwa Hospital : মাঝরাতে হাসপাতালে তাণ্ডব রোগীর, ভিডিয়ো ভাইরাল

By

Published : Sep 19, 2021, 9:41 PM IST

Updated : Sep 19, 2021, 9:57 PM IST

মাঝরাতে কাটোয়া হাসপাতালে রোগীর তাণ্ডব

রাত বারোটায় হৃদরোগীর তাণ্ডব কাটোয়া মহকুমা হাসপাতালে ৷ কাঠের টুলের আঘাতে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ ভাঙচুর করলেন ওই বয়স্ক রোগী ৷ ভাঙচুরের সেই ভিডিয়ো ভাইরাল ৷

কাটোয়া, 19 সেপ্টেম্বর : শনিবার হৃদরোগের উপসর্গ নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি হন এক রোগী । সেই মতোই তাঁর চিকিৎসা শুরু হয়েছিল ৷ হঠাৎ বিপত্তি বাঁধে রাত বারোটা-সাড়ে বারোটা নাগাদ ৷ নিজের বেড ছেড়ে উঠে একটা ভারী টুল দিয়ে হাসপাতালের ওয়ার্ডে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করতে শুরু করেন তিনি । টুলের ঘায়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছেন বলে হাসপাতাল সূত্রের খবর । কর্তব্যরত নার্স ও অন্য স্টাফরা রোগীর তাণ্ডবের সেই ভিডিয়ো নিজেদের ফোনে রেকর্ড করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ।


সেই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, খালি গায়ে ধুতি পরা বয়স্ক এক রোগী একটা কাঠের ভারী টুল দিয়ে এমআরআই যন্ত্র-সহ মনিটর, প্রিন্টার, ভেন্টিলেটর ও আরও বিভিন্ন দামি যন্ত্রাংশ ভাঙচুর করতে শুরু করেন । সেই আওয়াজ পেয়ে আশপাশের ঘর থেকে নার্স-সহ অন্য কর্তব্যরত স্টাফরা ছুটে এলেও রোগীকে থামাতে পারেননি । প্রায় ঘণ্টাখানেক ধরে এভাবে ভাঙচুর চালানোর পর খবর পেয়ে পুলিশ গিয়ে রোগীকে নিয়ন্ত্রণে আনেন ৷

হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর সোডিয়াম পটাশিয়ামের মাত্রার গন্ডগোলের জেরেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ভাঙচুর শুরু করেন । ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে । প্রাথমিকভাবে অনুমান, এই ভাঙচুরের জেরে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ ক্ষতি হয়েছে ।

মাঝরাতে কাটোয়া হাসপাতালে রোগীর তাণ্ডব

আরও পড়ুন :Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

Last Updated :Sep 19, 2021, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details