পশ্চিমবঙ্গ

west bengal

Tragically death : পশ্চিম মেদিনীপুরে টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

By

Published : Aug 5, 2021, 4:02 PM IST

টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। করোনা প্য়ানডেমিক ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শোকের ছায়া গোয়ালতোড়ে।

Tragically death
মৃত্যু হল এক দম্পতির

গোয়ালতোড়, 5 অগস্ট : গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকার জগারডাঙ্গা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। গতকাল রাতে ভারী বৃষ্টির সময় বাড়িতেই ঘুমাচ্ছিলেন দুলাল পাল ও তাঁর স্ত্রী সাধনা পাল ৷ ভোর তিনটের দিকে দেওয়াল ভেঙে পড়ে তাঁদের ওপর। দেওয়াল ভাঙার শব্দ শুনে ছুটে আসেন পাশের বাড়ির লোকজন।

দুলাল পাল ও সাধনা পালকে খুঁজে না পেয়ে প্রতিবেশীরা ভেঙে যাওয়া দেওয়াল সরিয়ে উদ্ধার করেন দু‘জনকে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্বামী-স্ত্রীর

আরও পড়ুন : Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে দুয়ারে ডাক্তার পরিষেবা প্রশাসনের

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত জঙ্গলমহলের গোটা জেলা জলমগ্ন । ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুর, কেশপুর, গড়বেতা ও শালবনী-সহ বিভিন্ন এলাকা জলের তলায়। ইতিমধ্যে অবস্থা খতিয়ে দেখতে এলাকায় পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া।

ABOUT THE AUTHOR

...view details