পশ্চিমবঙ্গ

west bengal

গড়বেতায় তৃণমূল কর্মীদের উপর হামলা, অভিযুক্ত BJP

By

Published : Apr 12, 2019, 9:29 AM IST

তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে। গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার BJP-র।

আহত তৃণমূল কর্মীরা

গড়বেতা, 12 এপ্রিল : গড়বেতায় তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। জখম 6 তৃণমূল কর্মী গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে BJP।

গতকাল তৃণমূলের কয়েকজন কর্মীকে রাস্তায় আটকে BJP-র দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের কর্মীরা গুরুতর আহত অবস্থায় গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন। আহত তৃণমূল কর্মীরা হলেন, অরুণ কুমার ঘোষ, দেবদুলাল ঘোষ, সুনীল ঘোষ, তারকনাথ ভুঁইঞা, জহুর আলি শাহ, চিরঞ্জিত ডাঙর। আহত তৃণমূল কর্মী তারকনাথ ভুঁইঞার অভিযোগ, "শ্যামনগর অঞ্চলের আগুইবনি বুথের বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি। তাদের খোঁজখবর নিতে হাসপাতালে গেছিলাম। ফেরার পথে BJP-র দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়। আমাদের 6 জনকে লাঠি, বাঁশ দিয়ে মারধর করে।" স্থানীয় বাসিন্দারা তাদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভরতি করেছে। এই ঘটনায় গড়বেতা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, "বুধবার সন্ধিপুর গ্রামে BJP-র পথসভায় বেশি লোকজন হয়নি। তাই হতাশ হয়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করেছে।"

BJP-র জেলা সাধারণ সম্পাদক মদন রুইদাস তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তৃণমূল কর্মীরা স্থানীয় মহিলাদের কটূক্তি করেছিল। মহিলারা এর প্রতিবাদ করে।

ব্যান্ডেল স্টেশনে কাছে পেন্ট্রাগ্রাফ ভেঙে বর্ধমান লাইনে ট্রেন চলাচল বন্ধ।আজ 7.11 নাগাদ আপ 37845 হাওড়া বর্ধমান ব্যান্ডেল ছাড়ার পর ট্রেনের পেন্ট্রাগ্রাফ ভেঙে তার ছিড়ে যায়।প্রায় 3ঘন্টা পুরোপুরি ট্রেন বন্ধ হয়ে যায় এই লাইনের রেল পরিষেবা।ডাউন লাইন দিয়েই ট্রেন চলেও আপে মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়।তারের ফ্ল্যাসেইনগ হওয়ায় সমস্ত ট্রেন যাত্রী গাড়ি থেকে নেমে পড়ে।ব্যান্ডেল স্টেশন থেকে আদিসপ্তগ্রাম যাওয়ার পথে কারসেটের কাছে এই ঘটনা ঘটে।দীর্ঘক্ষণ ট্রেন বন্ধের ফলে ব্যান্ডেল স্টেশন মাস্টার ধরে চলে যাত্রী বিক্ষোভ। ব্যান্ডেল স্টেশনেই গঙ্গা সাগর মেল আটকে যায়।দুন এক্সপ্রেস , ত্রিহুত ,গয়া ও পাটনা এক্সপ্রেস গুলিকে কর্ড দিয়ে পাস করানো হয়েছে। ট্রেনের এক যাত্রী জয়দেব জানা বলেন আমরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি।বয়স্ক থেকে শিশুরা প্রচন্ড সমস্যা পড়েছেন।গত দুই দিন আগেই শ্রীরামপুরে ট্রেন দুর্ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কিত হয়ে আছেন।তারপর আবারো এই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।এগুলো রেলের গাফিলতি ছাড়া আর কি।আমরা চাই শীঘ্রই এর সুরাহা হোক। ব্যান্ডেলে রেলের তরফে জানানো হয়েছে আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ট্রেন চালানোর।মানুষের সমস্যার কথা আমরা বুঝতে পারছি।কিন্তু রেলের কাজ না শেষ হলে আমরাও নিরুপায়।

ABOUT THE AUTHOR

...view details