পশ্চিমবঙ্গ

west bengal

Unnatural Death of Woman: গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত কাঁথি, খুনের অভিযোগ পরিবারের

By

Published : Mar 24, 2023, 2:35 PM IST

গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়াল কাঁথির ভগবানপুরে (Unnatural Death of Woman)৷ ওই মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের (Family alleges murder)৷

Unnatural Death of Woman ETV Bharat
গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

ভগবানপুর, 24 মার্চ:গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে (Unnatural Death of Woman) ঘিরে গতকাল রাতে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে (East Midnapore News)। মৃত গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশকে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় (Family alleges murder)। এই ঘটনায় পলাতক মৃতার স্বামী তথা লোহাবাড় গ্রামের পঞ্চায়েত সদস্য তন্ময় মাইতি ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ সম্পর্কের জেরে প্রায়ই তাঁর স্ত্রী ফাল্গুনী মাইতির সঙ্গে ঝগড়া করতেন লোহাবাড় গ্রামের পঞ্চায়েত সদস্য তন্ময় মাইতি । মৃতের বাপের বাড়ির লোকজনও একই অভিযোগ করেছেন ৷ তাঁদের অভিযোগ, এর আগেও বহুবার তাঁদের মেয়েকে মারধর করেছেন তাঁর স্বামী ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তন্ময় মাইতি তাঁর শ্বশুরবাড়িতে খবর দেন যে, ফাল্গুনী আত্মহত্যা করেছেন ৷ ফাল্গুনীর বাপের বাড়ির লোকজন এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন যে, বাড়ির বারান্দায় খাটের উপর ফাল্গুনীর মৃতদেহ পড়ে রয়েছে ।

এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন জড়ো হয়ে যান ৷ তখনই তন্ময় মাইতির বিরুদ্ধে সরব হন প্রতিবেশীরা ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানপুর থানার পুলিশ । মৃতদেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেন এলাকার মানুষজন। গ্রাম পঞ্চায়েত সদস্য তন্ময় মাইতির নামে এর আগেও বিভিন্ন রকমের দুষ্কর্মের একাধিক অভিযোগ রয়েছে । পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

আরও পড়ুন:স্ত্রীর দেহ তিন টুকরো করে পুঁতেছি, জেরায় স্বীকার ব্যক্তির

তাঁদের দাবি তন্ময়কে গ্রেফতার করলেই মৃত্যুর আসল কারণ যাবে । গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালে, অবশেষে তাঁদের বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, "ফাল্গুনী মাইতিকে খুন করেছে তন্ময় মাইতি । আমরা এর উপযুক্ত শাস্তি চাই ।"

ABOUT THE AUTHOR

...view details