পশ্চিমবঙ্গ

west bengal

চন্দ্রকোনা রোডে "বাংলার গর্ব মমতা" কর্মসূচি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে

By

Published : Mar 15, 2020, 5:24 PM IST

Updated : Mar 15, 2020, 6:24 PM IST

দলবিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কৃত নয়াবসত সাত নম্বর অঞ্চলের প্রদীপ দণ্ডপাট। তাঁকে বিধায়ক শ্রীকান্ত মাহাত সম্মান জানান বাংলার গর্ব মমতা কর্মসূচি অনুষ্ঠানে ৷ এর জেরেই চন্দ্রকোনা রোডে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন শাসক দলের একাংশ নেতা-কর্মী ৷

Banglar gorbo mamata stopped due to conflict in between TMC
চন্দ্রকোনায় গোষ্ঠীদ্বন্দ্বে অনুষ্ঠান বন্ধ বাংলার গর্ব মমতা কর্মসূচি

চন্দ্রকোনা, 15 মার্চ : চন্দ্রকোনা রোডে "বাংলার গর্ব মমতা" কর্মসূচি ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলবিরোধী কাজ করার "অপরাধে" বহিষ্কৃত নয়াবসত সাত নম্বর অঞ্চলের প্রদীপ দণ্ডপাটকে সম্মান জানান বিধায়ক শ্রীকান্ত মাহাত৷ এতে ক্ষুব্ধ হয়ে দলীয় কর্মীদের একাংশ ঘটনাস্থান ছেড়ে চলে যান। এর জেরে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান ৷

রাজ্য তৃণমূলের নির্দেশে 294টি বিধানসভা কেন্দ্রে চলছে "বাংলার গর্ব মমতা কর্মসূচি" ৷ কর্মসূচির দ্বিতীয় দিনে চলছে দলীয় কর্মীদের নিয়ে স্বীকৃতি সম্মেলন ৷ চন্দ্রকোনা রোডে এই সম্মেলন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়লেন শাসক দলের নেতা-কর্মীদের একাংশ ৷ দলবিরোধী কাজ করায় দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বহিষ্কৃত হন নয়াবসত সাত নম্বর অঞ্চলের তৃণমূল কর্মী প্রদীপ দণ্ডপাট ৷ কিন্তু, রবিবার স্বীকৃতি সম্মেলনে বিধায়ক শ্রীকান্ত মাহাত সেই কর্মীকেই সম্মান জানালে দলের একাংশ ক্ষুব্ধ হন l ঘটনাস্থান থেকে বেরিয়ে যান তৃণমূল নেতা-কর্মীরা ৷ অনুষ্ঠান চলাকালীন একদল কর্মী বাইরে বিক্ষোভ দেখান।

এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক ঘোষের বক্তব্য, ‘‘আমাদের ডেকে দলের বহিষ্কৃত নেতা-কর্মীদের সম্মান জানাচ্ছেন বিধায়ক ৷ প্রতিবাদ করে আমরা চলে যাচ্ছি ৷ বিধায়ক এটা ঠিক করেননি ৷ আমরা দিদির দল করি ৷''

অপরদিকে বিধায়ক শ্রীকান্ত মাহাত বিষয়টি এড়িয়ে যান ৷ বলেন, ‘‘আমাদের দলের কোনও কর্মী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়নি ৷ দলের নির্দেশমতো তালিকা অনুযায়ী তৃণমূল নেতা-কর্মীদের আজ সম্মান জানানো হয়েছে ৷’’

Last Updated : Mar 15, 2020, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details