পশ্চিমবঙ্গ

west bengal

কুলটিতে উদ্ধার কোটি টাকা মূল্যের সাপের বিষ, গ্রেফতার চার পাচারকারী

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:43 PM IST

Snake vemon recovered: সাপের বিষ পাচার করা হচ্ছিল ৷ এই খবর পায় বন দফতর ৷ অভিযান চালিয়ে সেই বিষ উদ্ধার করেন আধিকারিকরা ৷ অনুমান বিষের মূল্য কোটি টাকারও বেশি ৷

ETV Bharat
সাপের বিষ উদ্ধার

আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির কাছে উদ্ধার বহুমূল্য সাপের বিষ

আসানসোল, 29 ডিসেম্বর: সাপের বিষ পাচার করা হচ্ছিল ৷ গোপনসূত্রে খবর পেয়ে বন্য অপরাধ দমন শাখা ও বন দফতর অভিযান চালায় ৷ উদ্ধার হয় দু'ধরনের সাপের বিষ ৷ বেআইনিভাবে এই বিষ পাচারের অভিযোগ গ্রেফতার হয় 4 জন ৷ অনুমান এই বিষের দাম কয়েক কোটি ৷

সাপের বিষ পাচারের খবর পৌঁছেছিল ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে ৷ নিজাম প্যালেসের সেই দফতর থেকেই পাচারকারীদের গতিবিধি ট্র্যাক করা হয় ৷ তারাই খবর দেয় বনদফতরের পুরুলিয়ার কংসাবতী রেঞ্জ ও আসানসোল রেঞ্জে ৷ সেই অনুযায়ী কুলটি থানার চিনাকুড়ির কাছে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে দু'টি পাত্রে ক্রিস্টাল ও তরল অবস্থায় সাপের বিষ উদ্ধার হয়েছে ৷

বনদফতর সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আসানসোল থেকে পুরুলিয়ার দিকে একটি গাড়িতে এই সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির কাছে বনদফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে ৷ গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে দু'টি পাত্র ৷ তাতেই পাওয়া যায় সাপের বিষ ৷

বনদফতরের আধিকারিকরা বিষ পাচারকারীদের কুলটির সাঁকতড়িয়া ফাঁড়িতে নিয়ে আসে ৷ জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হয় দু'টি অ্যাম্পুলে ক্রিস্টাল ও লিকুইড সাপের বিষ ৷ বনদফতরের আধিকারিক সঞ্জীব পতি বলেন, "অভিযুক্তরা আন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে ব়্যাকেট রয়েছে, তার সঙ্গে জড়িত ৷ অভিযুক্তদের আদালতে তোলা হয় ৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ৷"

সাপের প্রকারভেদ অনুযায়ী সাপের বিষের মূল্য নির্ণয় করা হয় ৷ এই বিষগুলি কোন সাপের, তা এখনও জানা যায়নি ৷ তবে কখনও এক গ্রাম সাপের বিষেয় দাম 6 লক্ষ টাকা পর্যন্ত ওঠে ৷ তবে যে পরিমাণ সাপের বিষ পাওয়া গিয়েছে, তাতে প্রাথমিকভাবে অনুমান এর দাম গ্রামপ্রতি সোনার মূল্যের থেকে কোনও অংশে কম নয় ৷ অর্থাৎ কয়েক কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার হয়েছে এদিন ৷

আরও পড়ুন:

  1. সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের
  2. জার ভর্তি সাপের বিষ উদ্ধার, আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা
  3. বাংলা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কোটি টাকার তক্ষক উদ্ধার বিহারে

ABOUT THE AUTHOR

...view details