পশ্চিমবঙ্গ

west bengal

Land Mafia Problem: পঞ্চায়েত ভোট মিটতেই সরকারি জায়গা বেদখলের অভিযোগ কাঁকসায়

By

Published : Jul 19, 2023, 10:23 PM IST

পশ্চিম বর্ধমানের কাঁকসায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে ৷ পিডব্লিউডি এর অধীনে থাকা পুকুর ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে ৷

ETV Bharat
সরকারি জায়গা বেদখল কাঁকসায়

সরকারি জায়গা বেদখলের অভিযোগ

দুর্গাপুর, 19 জুলাই: পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়েছে কাঁকসার পানাগড়ে । পশ্চিম বর্ধমান জেলার এই পানাগড় বাজারে জমি মাফিয়াদের খপ্পরে এবার সরকারি পিডব্লিউডি রাস্তার জায়গা । পিডব্লিউডি তদন্ত নেমেছে কে বা কারা এইভাবে পুকুর ভরাট করে একের পর এক দোকান ঘর তৈরি করে দিল? এলাকার মানুষ হতবাক এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায় কীভাবে রাতারাতি সারি দিয়ে এতগুলি দোকান ঘর তৈরি হয়ে গেল ।‌

পানাগড় বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি ফাঁকা জমি দখল করে রাতারাতি দোকানঘর তৈরি হয়ে যাচ্ছে । কে বা কারা করছে এই কাজ? এই বিষয়ে এলাকার মানুষ মুখ খুলতে চাইছে না । তবে এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলেই মনে করা হচ্ছে । ‌কাঁকসা ভূমি দফতরের আধিকারিক ও পিডব্লিউডি আধিকারিকরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ।

কাঁকসার বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ,"প্রশাসনের প্রত্যক্ষ মদতে লুটপাট চালিয়ে পঞ্চায়েত নির্বাচনকে শাসকদল প্রহসনে পরিণত করল । আর তৃণমূলের জয়লাভের পরেই শুরু হয়েছে সরকারি জমি লুটপাটের কাজ । তবে একটা কথা আমরা হুঁশিয়ারি দিয়ে বলে রাখছি, যদি প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করে । তাহলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামব এর বিরুদ্ধে ।"

এই বিষয়ে কাঁকসার ভূমি দফতরের আধিকারিক রাজীব গোস্বামী জানিয়েছেন, তিনি পিডব্লিউডি আধিকারিকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে । দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । তবে এইভাবে পিডব্লিউডির জমি দখল করে পুকুর ভরাট করে দোকান ঘর কীভাবে তৈরি হল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ।

আরও পড়ুন: 'মমতার রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে', কটাক্ষ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

রাতারাতি রাস্তার পাশে সরকারি জমিতে এইভাবে বেআইনি দখলদারি দেখে হতবাক অনেকেই কিন্তু কোনও অদৃশ্য শক্তির ভয়ে সবাই মুখে কুলুপ এঁটেছেন । এখন ভূমি ও পিডব্লিউডি দফতরের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details