পশ্চিমবঙ্গ

west bengal

School Uniform Problem: পড়ুয়াদের পোশাক বিধি মানাতে গিয়ে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

By

Published : Mar 11, 2022, 10:02 PM IST

স্কুলের পোশাক বিধি ঠিক করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক । তবে শিক্ষকের পাশে দাঁড়লেন স্কুলের প্রাক্তনীরা (School Uniform Problem)।

School Uniform Problem
পোশাক বিধি মানাতে গিয়ে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

আসানসোল, 11 মার্চ: স্কুলের ছাত্রীরা স্কুলের পোশাক বিধি মানছে না ।পরিবর্তে তারা রঙিন পোশাক, সোয়েটার এমনকী লেগিন্স পরে স্কুলে আসছে । আর তাতেই আপত্তি জানিয়েছিলেন প্রধান শিক্ষক। তাতেই হেনস্থার শিকার হতে হল তাঁকে (School Uniform Problem)।

গতকাল বারবনীর পুঁচড়া ভগবান মহাবীর দিগম্বর জৈন সরাক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে । বেশ কিছু অভিভাবক এসে বিক্ষোভ দেখান । তাঁদের বক্তব্য প্রধান শিক্ষক ছাত্রীদের লেগিন্স খুলে ফেলতে বলেছেন । এই অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু অভিভাবক ও গ্রামের যুবকরা । হেনস্তা এবং অপমান করা হয় স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায়কে (school uniform rules)।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই একজোট হয় স্কুলের প্রাক্তনীরা । তাঁরা প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা জানিয়েছেন প্রধান শিক্ষক কখনই এমন নন । শৃঙ্খলা বজায় রাখতে এবং পোশাকবিধি ঠিক করতে কিছু নির্দেশনামা জারি করেছিলেন । তার অপব্যাখ্যা করা হয়েছে ।

আরও পড়ুন:45th Kolkata Book Fair : পরীক্ষা শেষে স্কুল ইউনিফর্মে বইমেলা প্রাঙ্গণে খুদেরা

এ প্রসঙ্গেই প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় বলেন, "বেশ কয়েকদিন ধরেই স্কুলের পোশাক বিধি না-মেনে কিছু ছাত্রী লেগিন্স ও রঙিন পোশাক পরে আসছিল । তাদেরকে সেই পোশাক খুলে সঠিক স্কুলের ইউনিফর্ম পরে আসতে বলা হয় । সেই কথাটি উলটো প্রচার করে ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে । আমি বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানা এবং বিডিও অফিসে জানিয়েছি ।"

পড়ুয়াদের পোশাক বিধি মানাতে গিয়ে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক

অন্যদিকে, গতকাল বিক্ষোভ করতে আসা এক গ্রামবাসী জানান "আমি গতকাল কিছু না-বুঝেই এসেছিলাম । আমার কেউ এই স্কুলে পড়ে না । গ্রামবাসীদের সঙ্গে এসেছিলাম । কিন্তু আজ মনে হচ্ছে আমি ভুল করেছিলাম।" প্রধান শিক্ষকের অপমানিত হওয়ার ঘটনায় লজ্জিত প্রাক্তন ছাত্রীরা ৷ প্রাক্তনীদের এমন শ্রদ্ধা দেখে প্রধান শিক্ষক নিজেও চোখের জল মোছেন । এমন দৃশ্য প্রমাণ করে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে গুরু-শিষ্যের পরম্পরা, আজও বেঁচে আছে ৷

ABOUT THE AUTHOR

...view details