পশ্চিমবঙ্গ

west bengal

Diwali 2022: অতিমারির পর কি এবার আলো আসবে আসানসোলের কুমোরপাড়ায় ?

By

Published : Oct 15, 2022, 10:56 PM IST

Updated : Oct 15, 2022, 11:04 PM IST

টানা দু'বছর অতিমারিতে (Corona Pandemic) জিনিস বানালেও বিক্রিবাট্টা তেমন হয়নি। বানানো মাটির প্রদীপ, সরা ও দীপাবলির (Diwali) নানান জিনিস পড়ে থেকে নষ্ট হয়েছে। এবছর পরিস্থিতি স্বাভাবিক। একদিকে যেমন আশায় বুক বেঁধে প্রচুর প্রদীপ বানিয়েছে কুমোরেরা, তেমনি আশঙ্কাও থাকছে, আদৌ বিক্রি হবে তো ? উত্তরের অপেক্ষায় আসানসোলের ধাদকা এলাকার পণ্ডিত পাড়ার বাসিন্দারা ।

Diwali 2022
তিমারির পর কি এবার আলো আসবে আসানসোলের কুমোর পাড়ায়?

আসানসোল, 15 অক্টোবর:বহু বছর আগে এখানে প্রায় পঞ্চাশ-ষাটটি পরিবার উঠে এসেছিল ভিন রাজ্য থেকে। এরা পেশায় মূলত সবাই কুমোর। মাটির জিনিসপত্র বানিয়ে দিন গুজরান করেন। কিন্তু তেমন বিক্রি হয় কোথায়? দীপাবলিতে (Diwali 2022) অবশ্য প্রদীপ বিক্রিতে চল বাড়ে। বাঙালিদের পাশাপাশি হিন্দীভাষীদের দীপাবলিতে এখনও নানানরকমের প্রদীপ, খেলনা প্রদীপ, রঙীন প্রদীপ ও বিভিন্ন মাটির জিনিসপত্র বিক্রি হয়। সেই আশাতেই জিনিসপত্র বানাচ্ছে কুমোরপাড়া।

গত দু'বছরে কোভিড পরিস্থিতিতে (Corona Pandemic) জীবন একেবারেই বদলে গিয়েছিল। একদমই বিক্রিবাট্টা হয়নি। সংসারে টান পড়েছে। বানানো জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এবছর পরিস্থিতি স্বাভাবিক। তাই আশায় বুক বাঁধছেন কুমোরেরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও বেশি পরিমাণে প্রদীপ বানানো হয়েছে। বানানো হয়েছে বিভিন্ন রকমেরও আকৃতির প্রদীপ। তাঁরা এই আশায় রয়েছেন এ বছর কুমোরপাড়ার টালির ঘরে দীপাবলিতে সত্যিকারের আলো আসবে (Diwali Preparation in Asansol) ।

অতিমারির পর কি এবার আলো আসবে আসানসোলের কুমোর পাড়ায়?

তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, করোনার পরে যেভাবে জীবন বদলে গিয়েছে সেকারণে। মানুষের বিলাসিতা অনেকটাই কমে এসেছে। মানুষ উৎসাহ হারাচ্ছে উৎসবে আনন্দে। মানুষের হাতে টাকা নেই। এই পরিস্থিতিতে আগের মতন কী আর প্রদীপ বিক্রি হবে? যদিও কুমোরেরা জানাচ্ছেন যে পরিমাণ তাঁদের খাটুনি হয় তার দাম কোনদিনই মেলে না। তাই নতুন করে জীবন পরিবর্তনের আশা নেই বরং প্রদীপগুলো বিক্রি হলে একটু স্বচ্ছলতা আসে পরিবারে।

আরও পড়ুন:ধুঁকতে থাকা মোমবাতি নির্মাণ শিল্প এখন চাঙ্গা, এমনই ছবি রায়গঞ্জের 'সন্ধ্যাতারা'র

Last Updated : Oct 15, 2022, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details