পশ্চিমবঙ্গ

west bengal

Shot in Andal: অণ্ডালে ভরসন্ধ্যায় গুলিবিদ্ধ সিপিআইএম নেতা, রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দে দল

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 6:41 AM IST

অণ্ডালে সন্ধ্যাবেলা গুলিবিদ্ধ এক ব্যক্তি ৷ তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধন্দ ৷ একদল বলছেন তিনি সিপিআইএমের সক্রিয় নেতা আবার দলের প্রাক্তন সাংসদ বলছেন গুলিবিদ্ধ ব্যক্তি দলের কেউ নন ৷

Etv Bharat
গুলিবিদ্ধ ব্যক্তি বুদ্ধদেব সরকার

সিপিআইএমের দু'পক্ষের বক্তব্য

অণ্ডাল, 11 সেপ্টেম্বর: এক পঞ্চায়েত কর্মী তথা এলাকার মানুষের কাছে সক্রিয় সিপিআইএম কর্মী বলে পরিচিত বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াল সোমবার সন্ধ্যাবেলা । ঘটনাটি ঘটেছে অণ্ডালের সিদুলি সিপিআইএম পার্টি অফিসের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ৷ অথচ বুদ্ধদেব সরকারকে নিজেদের কর্মী নয় বলে জানালেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ৷ আবার এই বুদ্ধদেব সরকারকেই বামপন্থী শ্রমিক আন্দোলনের জন্য মানুষকে একতাবদ্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বলে দাবি সিপিআইএম নেতা তুফান মণ্ডলের ।

কিন্তু কেন বংশবাবু বুদ্ধদেব সরকারকে সিপিআইএম কর্মী বলতে অস্বীকার করলেন তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটা কার্তুজ । আশংকাজনক অবস্থায় এই সিপিআইএম নেতাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ অণ্ডালের সিদুলি এলাকার সিপি আই(এম) পার্টি অফিসের কাছে কাজ সেরে নিজের স্করপিও গাড়িতে ওঠার সময় হঠাৎ করে সেই সময় বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী এসে পরপর তিন রাউন্ড গুলি চালায় বুদ্ধদেববাবুকে লক্ষ্য করে ।

বুদ্ধদেব সরকার এলাকায় সিপিআইএম নেতা বলেই পরিচিত । তিনি বর্তমানে বল্লভপুর পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী হিসেবে কাজ করেন । অথচ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে প্রাক্তন সিপিআইএম সংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন,"বুদ্ধদেব সরকার আমাদের দলের কোনও কর্মী ছিল না ।" এরপরেই সংবাদমাধ্যমের সামনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বংশ গোপাল চৌধুরী তাঁর নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন ।

আবার বংশগোপাল চৌধুরী যাকে নিজের দলের কর্মী বলে পরিচয় দিতে নারাজ সেই বুদ্ধদেব সরকারকে বামপন্থী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসাবে জানিয়ে দেন ফনি অঞ্চল অণ্ডালের এক সময়ের সিপিআইএমের জোনাল সম্পাদক থাকা তুফান মণ্ডল ৷ কিন্তু গুলিবিদ্ধ বুদ্ধদেব সরকারের রাজনৈতিক পরিচয় নিয়ে কেন দোটানায় সিপিএম নেতৃত্ব তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

আরও পড়ুন : কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর

ABOUT THE AUTHOR

...view details