পশ্চিমবঙ্গ

west bengal

Post Poll Violence: ভোট মিটতেই এলাকায় শাসকদলের সন্ত্রাস, প্রাণ বাঁচাতে পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের

By

Published : Jul 17, 2023, 10:13 PM IST

নির্বাচন পরবর্তী সন্ত্রাসে সরগম আসানসোল ৷ প্রাণ বাঁচাতে বিজেপির দলীয় অফিসে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

Etv Bharat
Etv Bharat

পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের

আসানসোল, 17 জুলাই: ভোটের পর থেকে অশান্তি এবং সন্ত্রাসের ভয়ে ঘর ছাড়া বিজেপির বহু কর্মী ৷ প্রাণ ভয়ে আসানসোলে বিজেপির জেলা দলীয় অফিসে আশ্রয় নিয়েছন অন্ততপক্ষে 10জন বিজেপি কর্মী ৷ ভোটে জয়ের পরেই তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, বিরোধীদের উপর কোনও রকমের অশান্তি বরদাস্ত করা হবে না । যদি কোনও দলীয় কর্মী অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু বাস্তবিক ছবিটা একেবারেই উলটো ৷

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই আসানসোলের বিভিন্ন ব্লকে অশান্তি শুরু হয়েছিল। বারাবনি, সালানপুর, জামুরিয়া, রানীগঞ্জ-সহ বিভিন্ন ব্লকে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া, মারধর করা, হুমকির অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এমনকী ভোটের দিনেও দেখা যায় রানীগঞ্জ, জামুরিয়া-সহ বিভিন্ন অঞ্চলে অশান্তি ঘটনা ঘটে। সবকিছুর পর স্বভাবতই তৃণমূলের সেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে।

তবে জয়ের পরেও শাসকদলের অশান্তি যে এখনও থামেনি, তা বোঝা যায় আসানসোলে বিজেপির জেলা দলীয় অফিসে গেলেই। সেখানে ভয়ে ঘরছাড়া হয়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন বিজেপি কর্মীরা । হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ইত্যাদির ভয়ে তারা লুকিয়ে আছেন ৷ এই প্রসঙ্গেই বিজেপির জেলা সভাপতি দিলীপ দে জানিয়েছেন, "ভোটের পরে অনেকেই ছিলেন ৷ এখনও প্রায় 10 জন বিজেপি কর্মী জেলা দলীয় অফিসে আশ্রয় নিয়েছেন । তাদেরকে ঘরে ফেরানোর চেষ্টা চলছে ।"

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তাঁর কথায়, "এসব মিথ্যে কথা। ভোটে তো তৃণমূল কর্মীরাই মার খেয়েছে। আর পশ্চিম বর্ধমান নজিরবিহীনভাবে কোথাও বড় অশান্তির ঘটনা ঘটেনি । তা ছাড়া পঞ্চায়েত ভোট গ্রামের ভোট । ফলে ব্যক্তিগত কারও অশান্তি থাকতেই পারে। দল দায়ী নয় তার জন্য।"

আরও পড়ুন :উস্কানি দিলেই শুভেন্দুকে গাছে বেঁধে রাখা হবে, নিদান তৃণমূল বিধায়কের

বর্তমানে বিজেপির এই ঘরছাড়া কর্মীদের থাকা-খাওয়া সম্পূর্ণটাই বহন করছে বিজেপির দলীয় অফিস। কিন্তু এভাবে কতদিন? কবে তারা ভয় কাটিয়ে বাড়ি ফিরবেল, নিজেরাও জানেন না ।

ABOUT THE AUTHOR

...view details