পশ্চিমবঙ্গ

west bengal

Agnimitra Pays Tribute to Kazi Najrul: ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

By

Published : May 24, 2023, 8:39 PM IST

বুধবার পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তিনি সেখানে কাজী নজরুল ইসলামের প্রতীকী সমাধি ও মূর্তিতে শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন ৷

Agnimitra Pays Tribute to Kazi Najrul
Agnimitra Pays Tribute to Kazi Najrul

ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

চুরুলিয়া (পশ্চিম বর্ধমান), 24 মে: ইংরেজি তারিখ মতে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিন । আর সেই তারিখ দেখে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রামে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দেখলেন সেখানে সব ফাঁকা । জন্মদিনের কোনও আয়োজন নেই । কারণ, চুরুলিয়ায় নজরুলের জন্মদিনের আয়োজন ১১ জৈষ্ঠ্য, বাংলা তারিখ মেনেই হয় । সেই হিসেবে এবার ইংরেজি তারিখ অনুযায়ী বিদ্রোহী কবির জন্মদিন পালন হবে আগামী শুক্রবার, 26 মে ৷

নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় অগ্নিমিত্রা পাল

আর তাই বুধবার কার্যত কবির সমাধিতে ও কবির মূর্তিতে একাই মালা দিয়ে ফিরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে ইংরেজি মতে কবির জন্মদিনেই তিনি পশ্চিম বর্ধমানের এই গ্রামে এসেছিলেন কবিকে শ্রদ্ধা জানাতে । কিন্তু এসে কাউকে পাননি । তিনি কবির প্রতিকী সমাধি এবং কবি পত্নীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এবং কবির মূর্তিতে মাল্যদান করেন । পাশাপাশি চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমির সংগ্রহশালাতেও তিনি যান । সেখানে কবির পান্ডুলিপি থেকে শুরু করে বাদ্যযন্ত্র, পোশাক, বিভিন্ন পুরস্কার দেখে উচ্ছ্বসিত হয়ে যান অগ্নিমিত্রা পাল ।

চুরুলিয়ায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

এদিকে স্থানীয় এক যুবতীর সঙ্গে তিনি কথা বলে দাবি করেন, চুরুলিয়ায় যে কবিমেলা অনুষ্ঠিত হয়, তা মহিলাদের জন্য নিরাপদ নয় । তিনি পুলিশকে জানান যে মহিলাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । স্থানীয় বাসিন্দা মিঠু কাজিও একই দাবি করেন ৷ পাশাপাশি মেলা নিয়ে সাধারণ মানুষের মতামত আর নেওয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন ৷ যদিও পুলিশের দাবি, বিধায়ক অগ্নিমিত্রা পাল যে অভিযোগ করেছেন তা ঠিক নয় । চুরুলিয়া মেলাতে মহিলারা যথেষ্ট নিরাপদ ও রাত পর্যন্ত সবাই মেলায় আনন্দ করেন ।

পুলিশের সঙ্গে কথা বলছেন অগ্নিমিত্রা পাল

কিন্তু অগ্নিমিত্রার দাবি যেখানে রবীন্দ্রনাথের জন্য শান্তিনিকেতনে দেশবিদেশের কত মানুষজন আসেন, সেখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া এইভাবে পড়ে আছে ৷ এটা রাজ্য পর্যটন দফতরের ব্যর্থতা । তবে এই নিয়ে প্রশাসন বা শাসক দল তৃণমূল কংগ্রেস, কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:স্বাধীনতার ইতিহাস নিয়ে আজও স্বমহিমায় বিদ্যমান ডি এম লাইব্রেরি

ABOUT THE AUTHOR

...view details