পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন : DRM

By

Published : Mar 13, 2020, 11:52 AM IST

Updated : Mar 13, 2020, 1:54 PM IST

আজ সকাল থেকেই আসানসোল রেল ডিভিশনে ব্যাপক আকারে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। প্রচুর পরিমাণে সাফাই কর্মীদের নামানো হয়েছে । পোস্টার, ভিশুয়াল ডিসপ্লের সাহায্যে চলছে কোরোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ৷

Asansol rail division is ready to fight corona covid 19 virus, said drm sumit sarkar
কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন

আসানসোল, 13 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করল আসানসোল রেল ডিভিশন । আজ সকাল থেকেই ব্যাপক আকারে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। প্রচুর পরিমাণে সাফাইকর্মীদের নামানো হয়েছে । পোস্টার, ভিশুয়াল ডিসপ্লের সাহায্যে চলছে কোরোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ৷

আজ সকালে আসানসোল স্টেশন পরিদর্শন করেন আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার । তিনি সুরক্ষার সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন । যাত্রীদের সঙ্গে কথা বলেন । রেলকর্মীরা কতটা সক্রিয় রয়েছেন সে বিষয়েও তিনি নজরদারি চালান ৷

WHO-এর পক্ষ থেকে কোরোনা সংক্রমণকে প্যানডেমিক ঘোষণা করা হয়েছে । কেন্দ্রীয় রেলবোর্ড ও স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশানুসারে আসানসোল রেল ডিভিশন ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ রুখতে সক্রিয় ভাবে নেমেছে । আজ সকাল থেকেই একদিকে যেমন সাফাইয়ের কাজ শুরু হয়েছে পুরোদমে ৷ তেমনি স্টেশন জুড়ে প্রচুর পরিমাণে কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক পোস্টার দেওয়া হয়েছে । অডিয়ো ভিশুয়াল ডিসপ্লের মাধ্যমেও কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হচ্ছে ।

কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন : DRM

আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার জানিয়েছেন, "ইতিমধ্যেই আসানসোল রেল ডিভিশনের যে ডিভিশনাল হাসপাতাল রয়েছে সেখানে আইসোলেশন বিভাগ তৈরি করা হয়েছে । আরও 300 টি কেন্দ্রকে চিহ্নিত করে রাখা হয়েছে, যদি কোনও কারণে কোরোনা ভাইরাসে কেউ সংক্রামিত হয়, তবে সেক্ষেত্রে ওই কেন্দ্রগুলিতে চিকিৎসা চালানো সম্ভব হবে ৷ " তিনি বলেন, কোরোনা রুখতে আসানসোল ডিভিশন পুরোপুরিভাবে প্রস্তুত । কোনও আতঙ্কের কারণ নেই ৷

Last Updated : Mar 13, 2020, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details