পশ্চিমবঙ্গ

west bengal

Puja Carnival: কলকাতার পর সরকারিভাবে প্রথম পুজো কার্নিভাল দুর্গাপুরে

By

Published : Sep 24, 2022, 8:15 PM IST

Updated : Sep 26, 2022, 8:41 PM IST

Puja Carnival
কলকাতার পর সরকারিভাবে প্রথম পুজো কার্নিভাল দুর্গাপুরে ()

কলকাতার পরে এরাজ্যে সরকারিভাবেই প্রথম দুর্গাপুরে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল (After Kolkata Puja Carnival to Start in Durgapur) ৷ শনিবার কার্নিভাল নিয়ে ছিল প্রশাসনিক বৈঠক ৷ এই কার্নিভালে দুর্গাপুরের 50টি পুজো কমিটি অংশ নিতে পারবে।

দুর্গাপুর, 24 সেপ্টেম্বর: এবার বাংলার দুর্গাপুজো ইউনেসকোর (UNESCO)পক্ষ থেকে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে ৷ তারপরেই আলাদা রূপে পুজোর মণ্ডপগুলি সেজে উঠছে ৷ কলকাতার পরে এরাজ্যে প্রথম দুর্গাপুরে হতে চলেছে দুর্গাপুর কার্নিভাল। এবার দুর্গাপুরে দুর্গাপুজোর (Durga Puja of Durgapur) বিশেষ আকর্ষণ সেই কার্নিভাল (Puja Carnival)।

সেই কার্নিভাল নিয়েই দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল শনিবার। এই কার্নিভালে দুর্গাপুরের 50টি পুজো কমিটি অংশ নিতে পারবে। 50 জন করে পুজো উদ্যোক্তারা অংশ নিতে পারবে। দুর্গাপুরের রাজীব গান্ধি মেমোরিয়াল ময়দান বা চিত্রালয় রথের মেলা ময়দান থেকে দুর্গাপুরের গান্ধি মোড় পর্যন্ত এই কার্নিভাল করা হবে। আগামী 7 অক্টোবর এই কার্নিভাল হবে। শুধু দুর্গাপুরই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে। শহরের অতি ব্যস্ততম রাস্তা সেই সময় থাকবে বন্ধ বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে বলেও জানান।

দুর্গাপুরের বিগ বাজেটের পুজো ছাড়াও ছোট-বড় সমস্ত পুজো উদ্যোক্তারা অংশ নিতে পারবে এই কার্নিভালে। দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের ভবনে একাধিক পুজো কমিটিকে নিয়ে এবং প্রশাসনিক আধিকারিকদের এবং দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকদের নিয়ে এই প্রশাসনিক বৈঠকটি হয়।

পুজো কার্নিভাল দুর্গাপুরে

এই বৈঠকে যোগদান করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এখনও কতগুলি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রশাসনিক মহল। রাজ্যের মধ্যেও এই কার্নিভাল অন্য জায়গা করে নেবে বলেও আশাবাদী প্রশাসন।

আরও পড়ুন:মহালয়ার আগেই মেগা মহালয়া ! সৌজন্য়ে আহিরীটোলা সর্বজনীন

Last Updated :Sep 26, 2022, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details