পশ্চিমবঙ্গ

west bengal

কুছ পা কর খোনা হ্যায়, কুছ খো কর পানা হ্যায়...

By

Published : Aug 7, 2019, 10:20 PM IST

Updated : Aug 29, 2019, 6:25 PM IST

সোশাল মিডিয়ার সৌজন্যে যার গানে মাতোয়ারা আট থেকে আশি , তাঁর নাম রাণু মণ্ডল ৷ বাড়ি রাণাঘাটে ৷ রাণাঘাট স্টেশন থেকে দেড় কিলোমিটার দুরে তাঁর বাড়ি ৷ একাই থাকেন ৷ স্বামী সন্তানরা থাকেন মুম্বইতে ৷ জীবনে অনেক কিছুই হারিয়েছেন ৷ কিন্তু হারায়নি তাঁর গলার গান ৷

রাণু মণ্ডল

রানাঘাট, 7 অগাস্ট : গায়ে দীর্ঘদিনের একটা অপরিচ্ছন্ন জামা । ছোটো একটা ওড়না জড়ানো । দেখে ভবঘুরে বললেও হয়ত ভুল হবে না । কে এই মহিলা ? তাঁর গলার সন্তোষ আনন্দের লেখা ‘শোর’ ছবির এই গান যেন তাঁর জীবনেরই বর্ণনা দিচ্ছে ৷ শুধু কি তাঁর ? যাঁরা ভাইরাল হওয়া এই গান শুনেছেন তাঁরাও হারিয়ে গেছেন অতীতে ৷ জীবনে পাওয়া আর না পাওয়ার হিসেবটা তো সবসময় মেলে না ৷ যেমন মেলে না এই মহিলার বেশভূষার সঙ্গে তাঁর গানের গলা ৷

যার গানে মাতোয়ারা আট থেকে আশি , মহিলার নাম রাণু মণ্ডল ৷ খোঁজ নিয়ে জানা যায় তাঁর বাড়ি রাণাঘাটে ৷ রাণাঘাট স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে তাঁর বাড়ি ৷ একাই থাকেন ৷ স্বামী সন্তানরা থাকেন মুম্বইতে ৷ জীবনে অনেক কিছুই হারিয়েছেন ৷ কিন্তু হারায়নি তাঁর গলার গান ৷

দেখুন প্রতিবেদন

তাঁর আক্ষেপ, কেউ লেখাপড়া শেখায়নি, গানও শেখায়নি । একা একা ঘরে মন টেকে না । তাই হাঁটতে হাঁটতে চলে যান কিলোমিটার দূরে রানাঘাট স্টেশনে ।

ভিড়ে ঠাসা রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে তাঁর সঙ্গী শুধু গান । কেউ হাত বাড়িয়ে টাকা দিয়ে যায়, কেউ কখনও খাবার কিনে দেয় ৷ এখন তিনি রানাঘাটের সেলেব্রিটি । সকালে বিকালে তাঁর বাড়িতে এখন গুণমুগ্ধদের আনাগোনা । সব দেখে রাণু লাজুক হেসে শুধু বলছেন, ‘‘সবাই বলে, আমি ভালো গান গাই । সবাই খুশি হলে আমিও খুশি ।’’

Intro:নেই কোন সঠিক পরিচয় পত্র। ভোটের ছবি আধার কার্ড কিংবা রেশন কার্ড কিছুই নেই তার। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেশবাসীর কাছে সেলিব্রিটি হলেও বসবাসের কোন প্রমাণ পত্র না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রানু মন্ডলের।
দীর্ঘদিন ধরেই প্লাটফর্মে রাস্তাঘাটে গান করে বেড়াতে এসে। গান শুনে কেউ দিত চা কেউ একটা পাউরুটি। সকালে বাড়ি থেকে বের হতো এবং সন্ধ্যায় বাড়িতে ফিরত রানু মন্ডল। নদীয়া রানাঘাট রেল স্টেশনে গান করছিলেন তিনি। তার গান ভালো লাগে হঠাৎ এক ব্যক্তি নিজস্ব মোবাইলে ভিডিও রেকর্ড করেন। এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তারপরেই রাতারাতি ভাইরাল হয়ে পড়ে রানু দেবীর গান। গান শুনে ভাইরাল হওয়া ভিডিও দেখে হুড়োহুড়ি লেগে যায় মিডিয়া মধ্যে। অনেক জায়গা থেকে গান করার অফার আছে রানু মন্ডল এর কাছে। তিনি সেলিব্রিটি রাতারাতি হয়ে গেলেও বাধা সাহায্যে তার এই প্রমান পত্র গুলী। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে বর্তমানে ভোটার ছবি রেশন কার্ড কিংবা আধার কার্ডের প্রয়োজন গুরুত্বপূর্ণ। এই প্রমাণপত্র ছাড়া কোনভাবেই সরকারি সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব নয়। সে কারণেই তিনি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। রানাঘাট টু এর বিডিও বলেন, রানু মন্ডল এর কোনো পরিচয় পত্র বর্তমানে নেই। শুধুমাত্র ম্যারিড সার্টিফিকেট রয়েছে। আমরা চেষ্টা করছি ওই সার্টিফিকেট দিয়ে রানু মন্ডল এর এপিক কার্ড যাতে তৈরি করা যায়। তার নিজস্ব কোন জমির নেই সে কারণে সরকারি বাড়ি প্রদান করতে অসুবিধা হবে। সে কারণেই সরকারি কোনো জমি দেওয়া যায় কিনা সেদিকেও আমরা চেষ্টা করছি এবং বিভিন্ন ভাতার দিক থেকে অনুরোধ রাখছি যাতে তাকে করে দেওয়া যায়।


Body:RANAGHAT RANU MONDAL


Conclusion:
Last Updated : Aug 29, 2019, 6:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details