পশ্চিমবঙ্গ

west bengal

Parrot lives with Human Family: আকাশ ভুলে সংসারি হয়েছে বনের মিতুয়া !

By

Published : Mar 24, 2023, 8:00 PM IST

Updated : Mar 24, 2023, 8:12 PM IST

নদিয়ার ফুলিয়ার বাসিন্দা 14 বছরের মিতুয়া ৷ সে কিন্তু মানুষ নয় কোনও ! মিতুয়া হল এক বুনো টিয়াপাখি ৷ প্রামাণিক পরিবারের অন্যতম সদস্য ! কীভাবে গড়ে উঠল এমন অসম সম্পর্ক (Parrot lives with Human Family)?

Parrot lives with Human Family in Nadia for last 14 Years
মিতুয়ার সংসার

কীভাবে গড়ে উঠল এমন অসম সম্পর্ক

ফুলিয়া, 24 মার্চ:14 বছর আগের এক দিন ৷ সেদিন ভীষণ ঝড়-জল হচ্ছিল ৷ জরুরি কাজ সেরে সহধর্মিণী ভারতীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সত্যরঞ্জন প্রামাণিক ৷ বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন একটি গাছের নীচে ৷ হঠাৎই গাছের উপর থেকে সটান নীচে এসে পড়ে একটি টিয়াপাখির ছানা ৷ জলে ভিজে কাহিল ! একরত্তিটাকে পরম মমতায় নিজের হাতে তুলে নেন সত্যরঞ্জন ৷ বোঝেন, সে নিতান্তই 'দুধের শিশু' ৷ ঠিক মতো পালকও গজায়নি ৷ অসহায় পাখিটি সত্যরঞ্জনের হাতের তালুতে তিরতির করে কাঁপছিল ৷ প্রামাণিক দম্পতি তাকে বাড়ি নিয়ে আসেন ৷

নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার বাসিন্দা সত্যরঞ্জন প্রামাণিক ৷ পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছেন দুই ছেলে ৷ আর এই পরিবারেরই পঞ্চম সদস্য হল মিতুয়া ! মিতুয়া হল সেই টিয়াছানা, যাকে 14 বছর আগে উদ্ধার করেছিলেন প্রামাণিক দম্পতি ৷ তাঁদের কাছে মিতুয়া আরও এক সন্তান ৷ আর তাঁরা মিতুয়ার বাবা-মা ৷ দম্পতি জানালেন, বাড়ি আনার পর মিতুয়ার সেবা-যত্ন করা হয় ৷ তাতেই একসময় সুস্থ হয়ে ওঠে সে ৷ কিন্তু, বনের পাখিকে কোনও দিন খাঁচায় বন্দি করেননি তাঁরা ৷ তার পায়ে শিকলও পরানো হয়নি ৷ তবু মিতুয়া কোনও দিন উড়ে যায়নি (Parrot lives with Human Family) ৷

আরও পড়ুন:অঙ্কিতার টানে রোজ স্কুলে আসে মিঠু ! তারপর...

মিতুয়া এখন প্রামাণিক পরিবারের একজন সদস্য ৷ খাওয়া, ঘুম, বেড়ানো- সবই পরিবারের বাকি চার সদস্য, বিশেষ করে তার পালক বাবা-মায়ের সঙ্গে সারে মিতুয়া ৷ নানা ধরনের ফল থেকে শুরু করে ডাল, ভাত, তরকারি- সবই খায় সে ৷ তার মধ্যেই কখনও 'বাবা'র কাঁধে চড়ে, আবার কখনও সাইকেলে চেপে পাড়া বেড়াতে বেরোয় মিতুয়া ৷ তাকে দেখে খুশি হয় পড়শিরাও ৷ এলাকার সকলেই মিতুয়াকে ভালোবাসেন ৷ মিতুয়া অবশ্য সহজে বাকিদের সঙ্গে মেশে না ৷ বাড়ির ত্রিসীমানায় নতুন মানুষ দেখলেই শুরু হয় তার চেঁচামেচি ৷ এমনকী, ঘরে কুকুর, বিড়াল ঢুকলেও সঙ্গে সঙ্গে চিৎকার করে পরিবারের সদস্যদের সতর্ক করে সে ৷ ছাপোষা এক পরিবারের সঙ্গে এক বন্য পাখির এমন সখ্য মন ভরিয়ে দেয় প্রতিবেশীদের ৷

Last Updated : Mar 24, 2023, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details