পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনায় আক্রান্ত চিকিৎসক, শান্তিপুর হাসপাতালে বন্ধ একাধিক পরিষেবা

By

Published : Jul 16, 2020, 2:00 PM IST

নদিয়ার শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত । এরপরই সেখানে আউটডোর সহ একাধিক পরিষেবা বন্ধ করে দেওয়া হল ।

Nadia

শান্তিপুর, 16 জুলাই : কোরোনায় আক্রান্ত চিকিৎসক । এই রিপোর্ট হাতে আসার পরই সর্তকতা জারি করা হল নদিয়ার শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । একাধিক রোগীকেও ছুটি দেওয়া হয়েছে । সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল আউটডোর সহ অন্য পরিষেবা । শুধু হাসপাতাল গেটের সামনে অস্থায়ী ক্যাম্প করে চলছে জরুরি চিকিৎসা পরিষেবা ।

কয়েকদিন আগে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালের কর্মরত চিকিৎসকের শরীরে উপসর্গ দেখা দেয় । এরপর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে সর্তকতা জারি করা হয় । বন্ধ করে দেওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত পরিষেবা । যেসব রোগী হাসপাতালে ভরতি ছিলেন তাঁদের ছুটি দেওয়া হয়েছে । শুধু গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে যাঁরা আসছেন তাঁদের জন্য হাসপাতাল গেটের সামনে একটি অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা চলছে ।

হাসপাতালের এই সিদ্ধান্তের বিষয়ে সুপার জয়ন্ত বিশ্বাস জানান, “যে সব রোগী হাসপাতালে ভরতি ছিলেন আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু চিকিৎসকের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে, সেই কারণে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা । এর পাশাপাশি যাঁরা ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন তাঁদের লালারস সংগ্রহ করা হচ্ছে এবং কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

ABOUT THE AUTHOR

...view details