পশ্চিমবঙ্গ

west bengal

নদিয়ার নাকাশিপাড়ায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

By

Published : Jun 14, 2021, 2:38 PM IST

নদিয়ার নাকাশিপাড়ায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ রবিবার রাতে নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলের কাছে পাওয়া যায় ওই মহিলাকে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার ৷

নদিয়ার নাকাশিপাড়ায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
নদিয়ার নাকাশিপাড়ায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নদিয়া, 14 জুন: নদিয়ার নাকাশিপাড়ায় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি ঘটে রবিবার রাতে নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলের কাছে।

নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলের কাছে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরে তাঁরা নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে ৷ উদ্ধারের পর ওই মহিলাকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসক সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

নদিয়ার নাকাশিপাড়ায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

ঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মারা গেছেন ওই মহিলা । মৃতদেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি এখনও । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details