পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Civic Polls 2022 : চা বিক্রির ফাঁকে ভোটভিক্ষা, অভিনব পলির প্রচার

By

Published : Feb 12, 2022, 9:11 PM IST

মথুরা-পলির সংসার চলে চা দোকানের উপার্জনে ৷ তাই দোকান বন্ধ রাখা সম্ভব নয় ৷ পালা করে চলে দোকানদারি ৷ দিনেরবেলায় সামলান মথুরা ৷ আর রাতে প্রার্থী নিজে । সন্ধ্যার পর, কখনও স্ত্রীর ভোট প্রচারে দেওয়াল লিখন আবার কখনও পাড়ার মোড়ে জনসংযোগে ব্যস্ত থাকছেন মথুরা ৷ স্বামী যখন এইসব কাজে ব্যস্ত, পলি তখন গলায় জাতীয় কংগ্রেসের উত্তরীয় নিয়েই সামলাচ্ছেন দোকান ৷ ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন প্রচার-জনসংযোগও ৷(Santipur Municipal Election 2022) ৷

Nadia Civic Polls News
চা বিক্রির সঙ্গে সঙ্গেই ভোটের প্রচারে পলি

শান্তিপুর, 12 ফেব্রুয়ারি : চা বিক্রি করছেন ৷ তার সঙ্গেই চলছে ভোট প্রচার ৷ দলটা জাতীয় কংগ্রেস ৷ একমাত্র সম্বল অতীতের কংগ্রেসি আবেগ ৷ ছবিটা নদিয়ার শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের (Santipur Municipal Election 2022) ৷

দিনেরবেলায় দোকানে থাকেন দাদা ৷ সন্ধ্যার পর সেই দায়িত্ব বর্তায় বৌদির উপর ৷ কারণ তখন দাদা ব্যস্ত থাকেন প্রচারে অথবা দেওয়াল লিখনে । চা তৈরির ফাঁকেই চলছে শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রচার ৷ এই দাদা হলেন মথুরা কর্মকার ৷শান্তিপুরে পথচলতি মানুষের কাছে তাঁর চায়ের দোকান প্রায় সকলেই চেনেন ৷ পাশাপাশি অসাধারণ দেওয়াল লিখন শিল্পীও তিনি ৷ মথুরা কর্মকার দীর্ঘদিন ধরে শান্তিপুর শহর কংগ্রেসের কার্যকরী সমিতির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন । এবারের পৌরভোটে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী ৷ প্রতিটি জন্ম ও মৃত্যুবার্ষিকীতে মহাত্মা গান্ধি, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধির মূর্তিতে মাল্যদান করতে ভোলেন না মথুরা ৷ সারা বছরই চা বিক্রির সঙ্গে চলে কংগ্রেসি ইতিহাসের পর্যালোচনা ।

মথুরার স্ত্রী পলি এবার শান্তিপুর পৌরভোটে 11 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী হয়েছেন ৷ সারাদিন সংসার কাজ এবং সন্তানের পিছনে কেটে যায় ৷ তার মধ্যেই চলছে ভোটপ্রচার ৷ বাড়ি বাড়ি যেতে হচ্ছে জনসংযোগে ৷

মথুরা-পলির সংসার চলে চা দোকানের উপার্জনে ৷ তাই দোকান বন্ধ রাখা সম্ভব নয় ৷ পালা করে চলে দোকানদারি ৷ দিনেরবেলায় সামলান মথুরা ৷ আর রাতে প্রার্থী নিজে । সন্ধ্যার পর, কখনও স্ত্রীর ভোট প্রচারে দেওয়াল লিখন আবার কখনও পাড়ার মোড়ে জনসংযোগে ব্যস্ত থাকছেন মথুরা ৷ স্বামী যখন এইসব কাজে ব্যস্ত, পলি তখন গলায় জাতীয় কংগ্রেসের উত্তরীয় নিয়েই সামলাচ্ছেন দোকান ৷ ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন প্রচার-জনসংযোগও ৷ বিজেপি, সিপিএম, তৃণমূলের পাশাপাশি অন্যান্য খরিদ্দারদেরও বাদ দিচ্ছেন না ৷ চলছে ভোটভিক্ষা ৷ জিজ্ঞাসা করলে বলেন, "আবেদন করা দোষের কোথায় ?"

চা বিক্রির সঙ্গে সঙ্গেই ভোটের প্রচারে পলি

মথুরা কর্মকার বিশ্বাস করেন অতীতে শুধু এই ওয়ার্ড নয়, গোটা শান্তিপুরের মাটিই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল ৷ কয়েক বছর আগেও জেলায় তৃণমূলের দাপটের মধ্যেও রানাঘাট শান্তিপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বিধায়ক । এবছরও পাশের কৃষ্ণনগর পৌরসভায় তৃণমূল থেকে কংগ্রেসে ঘরে ফেরা শুরু হয়েছে । মথুরার বিশ্বাস, এবার হয়তো শান্তিপুর পৌরসভায় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি পৌঁছতে চলেছেন ।

মথুরা জানান, একমাত্র সিপিআইএম কাউন্সিলর সৌমেন মাহাতো এই 11 নম্বর ওয়ার্ডে পর পর টানা তিনবার নির্বাচিত হয়েছেন ৷ মহিলা সংরক্ষিত হওয়ার কারণে এবারে তাঁর স্ত্রী প্রার্থী হয়েছেন । কংগ্রেসকে পরিবারতন্ত্রের দোষ দেওয়া সিপিআইএম কীভাবে একই পরিবার থেকে দু'জন প্রার্থী করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তবে জয়ের বিষয়ে তিনি আশাবাদী ৷ কারণ হিসাবে তাঁর যুক্তি, বর্তমান শাসকদলের স্বজনপোষণ দুর্নীতির জবাব দিতে মানুষ প্রস্তুত ।

আরও পড়ুন : CMC Election 2022 : চন্দননগরের 5 ও 6 নম্বর ওয়ার্ডে অশান্তি

ABOUT THE AUTHOR

...view details