পশ্চিমবঙ্গ

west bengal

TMC Joining : বহিষ্কারের 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ বনগাঁ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর

By

Published : Aug 27, 2021, 2:21 PM IST

BJP Mahila Morcha Bangaon Leader Uttara Baruri Join to TMC in Nadia Kalyani
বহিষ্কারের 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে বনগাঁ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ()

বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগদান ৷ বনগাঁ মহিলা মোর্চার নেত্রী উত্তরা বারুরি এবং বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্য আজ তৃণমূলে যোগদান করেন ৷ নদিয়ার কল্যাণীতে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক নেতৃত্বে উপস্থিতিতে প্রায় 2 হাজার বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা ৷

কল্যাণী, 27 অগস্ট : বহিষ্কারের 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিলেন বনগাঁ বিজেপির মহিলা মোর্চার নেত্রী ৷ সেই সঙ্গে বিজেপির কিষাণ মোর্চার সভাপতি সহ প্রায় দু’হাজার কর্মীও তৃণমূলে গেলেন ৷ তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতে অভিযোগ উঠেছিল বনগাঁ বিজেপির মহিলা মোর্চার নেত্রী উত্তরা বারুরির বিরুদ্ধে ৷ একই অভিযোগ উঠেছিল কিষাণ মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্যর বিরুদ্ধে ৷ রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল দলীস্তরে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই তদন্তে উত্তরা বারুরির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ প্রমাণিত হওয়ায়, গতকাল তাঁকে এবং সেই সঙ্গে বুদ্ধদেব মাল্যকেও বহিষ্কার করে বিজেপি ৷ যার পরেই আজ প্রায় 2 হাজার কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা ৷

আজ নদিয়ার কল্যাণীতে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর নেতৃত্বে বনগাঁ বিজেপির ওই নেতানেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছে ৷ কল্যাণী আইটিআই মাঠে আজ এই যোগদান পর্বের আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, লাগাতার বৃষ্টির কারণে কল্যাণী ঋত্বিক সদনে এই যোগদান করানো হয় ৷ এ নিয়ে রত্না ঘোষ কর জানিয়েছেন, কল্যাণী বিধানসভার বেশিরভাগ অঞ্চলেই ওপার বাংলা থেকে আসা লোকজন বসবাস করেন ৷ দেশভাগে সময় তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন ৷ ভোটের সময় তাঁদের ভুল বুঝিয়ে নিঃশর্ত নাগরিকত্বের লোভ দেখিয়েছিল বিজেপি ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় তাঁরা তৃণমূলমুখী হয়েছেন ৷

আরও পড়ুন : TMC Leader Arrested : পূর্ব বর্ধমানে তৃণমূলকর্মী খুনে গ্রেফতার দলের নেতা

উত্তরা বারুরি তাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানান, প্রায় ছয় বছর ধরে বিজেপির দু’টি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন তিনি ৷ কিন্তু, মহিলারা কোনও সাংগঠনিক ক্ষমতায় থাকুন, তা পছন্দ করে না বিজেপির জেলা নেতৃত্ব ৷ তাঁর অভিযোগ বিজেপিতে মহিলারা অবাঞ্ছিত ও অত্যাচারিত ৷ এর পরেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি বলেন, ‘‘দলমত নির্বিশেষে মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী ৷ আগামী দিনে শুধু বাংলায় নয় ভারতের দিশা দেখাবেন তিনি ।’’ তাঁর পাশে থেকে হাত শক্ত করতে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উত্তরা বারুরি ৷

ABOUT THE AUTHOR

...view details