পশ্চিমবঙ্গ

west bengal

আম পাড়াকে কেন্দ্র করে বিবাদ, ভাইকে কুপিয়ে খুন

By

Published : May 30, 2021, 11:30 AM IST

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের দুটি আম গাছের একটিতে আম পাড়ছিল সোলেমান বিশ্বাসের ছোট ছেলে নজরুল বিশ্বাস। এই আম পাড়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, উত্তেজিত নজরুল বিশ্বাস বচসার মাঝেই হাঁসুয়া দিয়ে বাবাকে কোপায়। সেইসময় বড় ছেলে মুজিবর বিশ্বাস বাবাকে বাঁচাতে ভাইয়ের হাত থেকে হাঁসুয়া ছিনিয়ে নিয়ে ভাইকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল বিশ্বাসের ।

Brother killed in Domkal over mango picking
আম পাড়াকে কেন্দ্র করে ডোমকলে খুন ভাই

ডোমকল, 30 মে : আম পাড়াকে কেন্দ্র করে দাদার হাতে খুন হল এক যুবক । ঘটনায় গুরুতর জখম বাবা । ঘটনাটি শুক্রবার বিকেলে ডোমকল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বর্তনাবাদের পূর্বপাড়ায় ঘটেছে । মৃতের নাম নজরুল বিশ্বাস(32) । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মুজিবর বিশ্বাস ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের দুটি আম গাছের একটিতে আম পাড়ছিল সোলেমান বিশ্বাসের ছোট ছেলে নজরুল বিশ্বাস। এই আম পাড়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, উত্তেজিত নজরুল বিশ্বাস বচসার মাঝেই হাঁসুয়া দিয়ে বাবাকে কোপায়। সেইসময় বড় ছেলে মুজিবর বিশ্বাস বাবাকে বাঁচাতে ভাইয়ের হাত থেকে হাঁসুয়া ছিনিয়ে নিয়ে ভাইকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল বিশ্বাসের ।

আরও পড়ুন : ছেলের হাতে খুন মা, গণধোলাই অভিযুক্তকে

আশঙ্কাজনক অবস্থায় জখম সোলেমান বিশ্বাসকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details