পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: রানিনগরে তৃণমূল কর্মীদের উপর হামলায় জখম পাঁচ, কাঠগড়ায় কংগ্রেস ও সিপিএম

By

Published : Jun 25, 2023, 10:47 PM IST

কংগ্রেস ও সিপিএমের দুষ্কৃতীরা তৃণমূলের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন শাসকদলের পাঁচজন কর্মী ৷ পালটা সিপিএম নেতা আতাউর মাস্টারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ৷

TMC congress CPM clash
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ

রানিনগরে তৃণমূল কর্মীদের উপর হামলায় জখম পাঁচ

রানিনগর, 25 জুন: পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রানিনগর । প্রায়দিনই রানিনগরে দু'পক্ষের লড়াই চলছে ৷ আহত হচ্ছেন দু'পক্ষের কর্মী সমর্থকেরা । এলাকায় মুড়ি মুড়কির মত চলছে বোমাবাজি । শনিবার রাতে তৃণমূলের একটি দলীয় সভা চলছিল । সেই সভায় হঠাৎ হামলা চালানোর অভিযোগ কংগ্রেস ও সিপিএমের কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় জখম হয়েছেন পাঁচ তৃণমূল কর্মী । রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীদের ডোমকল হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন ।

তৃণমূল নেতা রেজাউল করিম দাবি করেন, শনিবার রাত সাড়ে 10টা নাগাদ দলের একটি নির্বাচনী সভা ও প্রচার চলছিল ৷ সেই সময় সিপিএমের এক নেতা যিনি আতাউর মাস্টার নামে পরিচিত তাঁর নেতৃত্বে গুন্ডাবাহিনীরা তাঁদের ওপর আক্রমণ চালায় । এমনকী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, ওই সিপিএম নেতা বেশ কিছু জনকে তাঁর বাড়ির ভিতর ঢুকিয়ে তাঁদের উপর আঘাত আনে । রেজাউল করিম বলেন, "আতাউর মাস্টারের নেতৃত্বে 1992 সালে 6 জন খুন হয়েছিলেন । তৃণমূলের জয় হবে এবং বিরোধী শূন্য থাকবে এমনটা মনে করে তিনি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছেন । এমনকী তার সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের হীরা মমতাজ বেগম । তাঁদের নেতৃত্বে জালাল উদ্দিন শেখ, লাল্টু শেখ, হাসিবুল শেখ, আমজাদ শেখ, আলি শেখ এরকম নানান সিপিএম এবং কংগ্রেসের হার্মাদবাহিনী তৃণমূলের ওপর হামলা চালায় ।"

আরও পড়ুন:মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল গোয়ালের ছাদ

রানিনগরে ব্লক 2-র মালিবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের মরিচা গ্রামে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে দুষ্কৃতী দিয়ে আক্রমণ চালানোর অভিযোগ আনে তৃণমূল । পালটা হাতাহাতির পর মধ্য রাত্রে আতাউর মাষ্টারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে । এই অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতেই । এই গটনায় আতাউর রহমান পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে ।" অপরদিকে এই শিক্ষকের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কর্মীরা । তাঁরা পালটা বলেন, "গ্রামে অশান্তির মূল কারণ হচ্ছে শিক্ষক আতাউর রহমান । তিনি পরিকল্পনা মাফিক এলাকায় অশান্তির সৃষ্টি করছেন ।" রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আতাউর রহমান গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেলে সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।

আরও পড়ুন:কাঁথিতে শতাধিক বোমা-সহ গ্রেফতার 2, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ?

প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর থেকে বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে রানিনগর । সেখানে অশান্তির বাতাবরণ কোনভাবেই কমছে না । জোট কর্মীদের মধ্যে ঝামেলা থামার নামই নিচ্ছে না ৷ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেও কোনও কাজ হচ্ছে না । কোনভাবেই পরিস্থিতি শিথিল হওয়ার নাম নেই । এবার তৃণমূলের উপর হামলা করার অভিযোগ জোট কর্মীদের বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details