পশ্চিমবঙ্গ

west bengal

PFI-এর সভার প্রচারে তৃণমূলের প্রথম সারির তিন নেতার নাম থাকায় বিতর্ক

By

Published : Jan 2, 2020, 11:44 PM IST

Updated : Jan 3, 2020, 1:46 AM IST

আজ মুর্শিদাবাদে একাধিক জায়গায় PFI-র সভার পোস্টার চোখে পড়েছে । এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ রিপোর্ট দিয়েছে । রিপোর্টে বলা হয়েছে, CAA- এর প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাট-সহ বিভিন্ন এলাকায় যে তাণ্ডব হয়, তার পিছনে PFI-এর মদত রয়েছে । সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে । সূত্রের খবর, CAA - এর প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনেও PFI-র মদত রয়েছে ।

PFI
PFI-এর পোস্টার

বহরমপুর, 2 জানুয়ারি : বিতর্কিত সংগঠন PFI (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার)- এর একটি সভার পোস্টারে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির তিন নেতার নাম থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে । ওই নেতাদের একজন বিষয়টি অস্বীকার করলেও অন্য এক নেতা তা স্বীকার করছেন । জানিয়েছেন, অনুমতি নিয়েই তাঁর নাম পোস্টারে দেওয়া হয়েছে ।

আজ মুর্শিদাবাদে একাধিক জায়গায় PFI-র সভার পোস্টার চোখে পড়েছে । এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ রিপোর্ট দিয়েছে । রিপোর্টে বলা হয়েছে, CAA- এর প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাট-সহ বিভিন্ন এলাকায় যে তাণ্ডব হয়, তার পিছনে PFI-এর মদত রয়েছে । সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে । সূত্রের খবর, CAA - এর প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনেও PFI-র মদত রয়েছে ।

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতা আবু তাহেরের বক্তব্য

PFI-র সভার পোস্টারে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের নাম রয়েছে । যদিও ওই তৃণমূল নেতা দাবি করেছেন, ওই সভার সঙ্গে তাঁর কোনও যোগ নেই । তাঁকে না জানিয়েই না কি পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে । আর এক তৃণমূল নেতা তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের নামও পোস্টারে রয়েছে । তিনি অবশ্য বলেন, "আমার অনুমতি নিয়েই পোস্টারে নাম ব্যবহার করা হয়েছে ।"

5 জানুয়ারি মুর্শিদাবাদের ভাকুড়ি মোড়ে PFI-এর একটি সভা হবে । সেই সভার পোস্টারে ওই তিন তৃণমূল নেতার নাম রয়েছে । আজ সাংবাদিক বৈঠক ডেকে আবু তাহের দাবি করেন ওই সভায় তিনি থাকছেন না । উলটে হুঁশিয়ারি দেন সংঠনটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন, "ওই সংগঠনের সঙ্গে আমাদের কোনও যোগ নেই । আমাদের নাম কালিমালিপ্ত করার চেষ্টা চলছে । আরও যে দুই তৃণমূল নেতার নাম পোস্টারে রয়েছে তাঁদের ওই সভায় না থাকার জন্য বলা হয়েছে । " তবে PFI-র দাবি, অনুমতি নিয়েই ওই তিন তৃণমূল নেতার নাম পোস্টারে ব্যবহার করা হয়েছে ।

Intro:পপুলার ফ্রন্টের সভায় তৃণমূল নেতাদের হাজির থাকার প্রচারে জল ঘোলান। তীব্র রাজনৈতিক চাপানউতোর Body:বহরমপুর - পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)র সভায় তৃণমূল জেলা সভাপতি সহ এক এমপি ও এক নিধায়কের হাজির থাকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জলঘোলা। নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ওই সংগঠনের ডাকা আগামী ৫ জানুয়ারি ভাকুড়ি মোড়ের জনসভায় এই তিন তৃণমূল নেতা হাজির থাকছেন বলে ইতিমধ্যে লিপলেট বিলি ও পোস্টার টাঙানো সুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠায় এদিন সাংবাদিক বৈঠক ডেকে তাঁদের হাজির না থাকার কথা বলেন জেলা সভাপতি আবু তাহের খান। পাশাপাশি তাঁদের অনুমতি না নিয়ে নাম জড়িয়ে অরচার চালানোয় ওই সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরো হুঁশিয়ারী দেন মুর্শিদাবাদ লোকসভার এমপি আবু তাহের।
আগামী ৫ জানুয়ারি বহরমপুর ভাকুড়ি মোড়ে সিএএ ও এনআরসি বিরোধী জনসভার ডাক দেয় পিএফআই। ১ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ডেকে তার ঘোষনা করা হয়। সেই বৈঠকেই জানানো হয় সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকবেন জেলা তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখেরও হাজির থাকার কথা। এই মর্মে তিন জনের ন লিফলেটে ছাপিয়ে প্রচার করা হয়েছে। শহরে তোরণ তৈরি করে সাখানেও আবু তাহেরের নাম ব্যবহার করা হয়েছে। ফেস্টুনেও তিনজনের নাম দিয়ে হাজির থেকে বক্তব্য রাখার প্রচার করা হয়েছে।
এই প্রচার হতেই জেলাজুড়ে সোড়গোল পড়েছে। রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহল নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠনের সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে। অরসঙ্গ কেরলে সদর দপ্তর এই সংগঠনের। কেরল সরকার ২০১২ সালে সংঘঠন ব্যান্ড করার জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়ে চিঠিও পাঠায়।
এদিন সোড়গোল শুরু হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন আবু তাহের খান। তিনি বলেন, ওই সংগঠনের সঙ্গে আমাদের কোন যোগ নেই। আমাদের নাম জড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। অনুমতি না নিয়ে আমাদের নাম ব্যবহার করায় আম্রা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। অপর দুই তৃণমূল নেতাকে গড়হাজির থাখার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি। তবে পিএফআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে অনুমতি নিয়েই তৃণমূল।নেতাদের নাম প্রচারে আনা হয়েছে। হরহিরপাড়ার বিধস্যক নিয়ামত শেখ অবশ্য বলেন, আমাকে জানিয়েই নাম দেওয়া হয়েছে।Conclusion:সাংবাদিক বৈঠক ডেখে খন্ডন জেলা সভাপতির
Last Updated : Jan 3, 2020, 1:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details