পশ্চিমবঙ্গ

west bengal

Flood Situation: মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

By

Published : Oct 1, 2021, 5:28 PM IST

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এবার রাজ্যকেই দুষলেন অধীর চৌধুরী ৷ দক্ষিণবঙ্গের বন্যার জন্য রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ অভিযোগ করলেন রাজ্য সরকার কাজ না করায় বাঁধ মেরামতি হয়নি ৷

Adhir Chowdhury Blame Government of West Bengal for Flood Situation in State
মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

মুর্শিদাবাদ, 1 অক্টোবর : বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে ৷ যার জন্য রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করলেন অধীর ৷ আজ বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের অনীহার জন্য নদীর বাঁধ মেরামতি ও নতুন বাঁধ তৈরির কাজ হচ্ছে না ৷ আর সেই কারণেই কেন্দ্রে পাঠানো টাকা ফেরত যাচ্ছে ৷ এদিন অধীর বলেন, ‘‘রাজ্যের খরস্রোতা নদীগুলির বাঁধ আরও উঁচু হওয়া দরকার ৷ বাঁধের ভাঙন এবং বন্যা পরিস্থিতি আটকাতে একাধিক মাস্টার প্ল্যান প্রয়োজন ৷’’ সেইসঙ্গে আজ মুখ্য়মন্ত্রীর ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বহরমপুরের সাংসদ ৷

লাগাতার বৃষ্টির জেরে ডিভিসি তাদের বাঁধের জল ছেড়েছে ৷ আর তার জেরে ফের একবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ যা নিয়ে ডিভিসির বিরুদ্ধে ফের একবার ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই প্রতিবারের মতো এবারেও জল ছেড়েছে ডিভিসি ৷ আর সেই অতিরিক্ত জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কিন্তু, মমতার সেই অভিযোগ মানতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আমরা নিম্ন অববাহিকায় বাস করছি ৷ ফলে জল ছাড়ার প্রয়োজন হলে ডিভিসি জল ছাড়বেই এবং অবশ্যই তার জন্য সরকারের অনুমতি নেওয়া হয় ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

অধীর জানান, জল ছাড়া হবেই ৷ কিন্তু, রাজ্য সরকারকে বাঁধ আরও মজবুত এবং উঁচু করতে হবে ৷ রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই কেন্দ্রের পাঠানো টাকা ফেরত যাচ্ছে ৷ বাঁধের কোনও কাজ সেচ দফতর ঠিক মতো করে না বলে অভিযোগ করেন অধীর ৷ তাঁর কথায়, 439 কোটি টাকা খরচ করে কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল কান্দি মহকুমাকে বাঁচাতে ৷ এমন আরও অনেক জায়গায় মাস্টার প্ল্যান দরকার বলে মনে করেন অধীর ৷

আরও পড়ুন : Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

পাশাপাশি মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যা তত্ত্বকেও খারিজ করে দিয়েছেন অধীর ৷ এনিয়ে তিনি বলেন, ‘‘বন্যা ম্যান মেড, না সরকার মেড, না প্রকৃতি মেড তা সবার জানা ৷ যদি ম্যান মেড হয় তাহলে এর বিরুদ্ধে রাজ্য সরকারের আদালতের দ্বারস্থ হওয়া দরকার ৷ কারণ ম্যান মেড হলে, তা অবশ্যই খুনের ঘটনার সামিল ৷’’

আরও পড়ুন : Building Submerged: ঘাটালে ঝুমি নদীর জলে ভেঙে পড়ল দোতলা বাড়ি

ABOUT THE AUTHOR

...view details