পশ্চিমবঙ্গ

west bengal

Malda Accident: মালদায় বাইক লরির সংঘর্ষে মৃত এক

By

Published : Jun 29, 2022, 6:04 PM IST

মালদায় বাইক ও লরির ধাক্কায় লরি জ্বলে ওঠে (Malda Accident) ৷ বাইক আরোহীর মৃত্যু হয় ৷

Malda Accident news
মালদায় বাইক লরির সংঘর্ষে মৃত এক

মালদা, 29 জুন : ভোরবেলা ফাঁকা রাস্তায় দাউদাউ করে জ্বলছে ইটবোঝাই লরি (Malda Accident)। খানিক দূরে পড়ে রয়েছে একটি মোটরবাইক। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন চালক । এই দৃশ্য চোখে পড়তেই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক চালককে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যান । যদিও পরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ।

ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় । বুধবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয় মানুষজনের । তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, মালদা-নালাগোলা রাজ্য সড়কের উপর পড়ে রয়েছেন এক রক্তাক্ত যুবক । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইকচালকের নাম নয়ন মণ্ডল (18)। বাড়ি হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত এলাকার খেড়িবাড়ি গ্রামে । তাঁর মা মালদা শহরে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। ভোরে মোটরবাইক নিয়ে তিনি মালদা থেকে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসছিলেন। ভোরবেলায় মহামায়া মন্দিরের কাছে রাস্তার উপর থাকা ব্যারিকেড তিনি দেখতে পাননি। ওই ব্যারিকেডে ধাক্কা মারার পর বাইক নিয়ে তিনি উলটোদিক থেকে আসা ইটবোঝাই লরির নীচে ঢুকে যান । লরিটি সেই অবস্থাতেই খানিকটা এগিয়ে যায় । বিষয়টি বুঝতে পেরে লরিচালক ফের গাড়ি পিছনের দিকে নিয়ে আসছিলেন । তখনই বাইকের পেট্রোল ট্যাংকে বিস্ফোরণ ঘটে । আগুন লেগে যায় লরিতে ।

মালদায় বাইক লরির সংঘর্ষে মৃত এক

আরও পড়ুন : অগ্নিপথ-বিক্ষোভ অব্যাহত, আজও মালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

ইংরেজবাজার ফায়ার স্টেশনের আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, "আমরা যখন আসি, তখন দাউদাউ করে লরিটি জ্বলছিল। আমরা লরির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেছি। বাইকের পেট্রোল ট্যাংক থেকে আগুন লেগেছে । লরিতে কেউ আগুন লাগায়নি বলেই আমাদের ধারণা ।"

ABOUT THE AUTHOR

...view details