পশ্চিমবঙ্গ

west bengal

Malda Student: পরিবেশ নিয়ে গবেষণার জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন মালদার অন্বেষা

By

Published : Sep 19, 2022, 4:53 PM IST

Updated : Sep 19, 2022, 5:45 PM IST

Anwesha to go abroad to pursue studies in Environmental science
Anwesha to go abroad to pursue studies in Environmental science

পরিবেশ রক্ষায় (Environmental science) গবেষণার জন্য কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেলেন মালদার মেয়ে অন্বেষা বন্দ্যোপাধ্যায় (Anwesha Banerjee) ৷

মালদা, 19 সেপ্টেম্বর: পরিবেশ নিয়ে গবেষণার জন্য বিশ্ববিখ্যাত কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ডাক পেয়েছেন তিনি ৷ সোমবারই তিনি কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ৷ তার আগে ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হলেন মালদা শহরের অন্বেষা বন্দ্যোপাধ্যায় (Anwesha Banerjee) ৷

মালদা শহরেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অন্বেষার পড়াশোনার হাতেখড়ি ৷ সেই স্কুল থেকেই 2014 সালে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি ৷ তারপর জয়পুরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে তিনি 2018 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন ৷ এরপর 2021 সালে আইআইটি গুয়াহাটি থেকে স্নাতকোত্তরে উত্তীর্ণ হন ৷ তারপর থেকেই তিনি পরিবেশ নিয়ে আরও পড়াশোনা ও গবেষণার সুযোগ খুঁজছিলেন ৷ শেষ পর্যন্ত সেই সুযোগ তাঁর কাছে চলে আসে ৷ কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি পরিবেশ সংক্রান্ত গবেষণার জন্য তাঁকে নির্বাচন করে ৷ তার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের তরফে স্কলারশিপ দেওয়া হবে ৷ ভিসার সমস্ত কাজ শেষে আজ রাতেই মন্ট্রিয়েলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অন্বেষা (Malda Student) ৷

ইটিভি ভারতকে অন্বেষা বলেন, "ছোট থেকে বাইরে পড়াশোনার স্বপ্ন ছিল ৷ অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে ৷ আমার গবেষণা পরিবেশ রক্ষায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ৷ দূষণের কথা উঠলেই প্রথমে বাতাসের কথা সামনে চলে আসে৷ কঠিন বর্জ্যে এক্ষেত্রে খুব একটা জায়গা পায় না ৷ কিন্তু গোটা পৃথিবীতে প্রতিদিন এখন যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে, সেগুলির যদি যথাযথ ম্যানেজমেন্ট না হয়, তবে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে ৷ আবর্জনার জন্য বর্তমানে প্রচুর জমি নষ্ট হয়ে যাচ্ছে ৷ ভূগর্ভস্থ জলস্তরও দূষিত হচ্ছে ৷ মাটি থেকে বিভিন্ন ধাতু কীভাবে মানব শরীরে প্রবেশ করছে, কীভাবে সেটা আটকানো যায়, সেটাই আমার গবেষণার বিষয় ৷ ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ ৷ তাই আমার দেশের কাছে এই গবেষণা কাজে আসতে পারে বলেই মনে করছি ৷ ভবিষ্যতে আমি অধ্যাপক হতে চাই ৷ আমার গবেষণা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই ৷ তাহলেই এই গবেষণা আমার দেশের কাজেও আসবে ৷"

পরিবেশ নিয়ে গবেষণায় বিদেশে পাড়ি দিচ্ছে মালদার মেয়ে অন্বেষা

অন্বেষার বাবা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সিল্ক বোর্ডের কর্মী ৷ মা সুলগ্না বন্দ্যোপাধ্যায় বেসরকারি ব্যাংকের বিমা বিভাগের সঙ্গে জড়িত ৷ সত্যজিৎ বলেন, "মেয়ের এই সাফল্য ভালো লাগলেও যেদিন ওর গবেষণা এই পৃথিবীকে ভবিষ্যতের জন্য বাসযোগ্য করে তুলবে, সেদিন আমি ওর জন্য গর্বিত হব ৷ মেয়ের এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর মা ৷"

আরও পড়ুন:সংস্কৃত মন্ত্রোচ্চারণে নয়, রীতি ভেঙে ভাঙাদিঘি গ্রামে আদিবাসী মন্ত্রে পূজিত হন দেবী

যদিও সুলগ্না মেয়ের সাফল্যের কৃতিত্ব পুরোটা নিজে নিতে চাননি ৷ তিনি বলেন, "সব মায়েরই স্বপ্ন থাকে, তিনি নিজে যেটা করতে পারেননি, সেটা যেন মেয়ে করে দেখায় ৷ আমার মেয়ে সেটা করে দেখিয়েছে ৷ আমি ওকে নিয়ে গর্ববোধ করি ৷ তবে এখন তো শুধু শুরু ৷ মেয়ে বাইরে থাকলেও এখন ভিডিয়ো কল দূরের মানুষকে কাছে এনে দেয় ৷ আগামী কয়েক বছর সেভাবেই মেয়ে আমার কাছে থাকবে ৷ আমি আশা রাখি, মেয়ে ভালো কিছু করতে পারবে ৷" (Anwesha Banerjee to go Canada to pursue dreams in Environmental science)

Last Updated :Sep 19, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details