পশ্চিমবঙ্গ

west bengal

BJP Rajyasabha Candidate: এগিয়ে অনন্ত, দৌড়ে শমীক-মিঠুনও; রাজ্যসভায় বঙ্গ বিজেপির প্রার্থী কে ?

By

Published : Jul 12, 2023, 10:52 AM IST

Updated : Jul 12, 2023, 2:00 PM IST

এই প্রথমবার বঙ্গ বিজেপি রাজ্যসভার সাংসদ পাবে ৷ 6 সাংসদের মেয়াদ ফুরিয়ে এসেছে ৷ এর মধ্যে বিজেপির ভাগে রয়েছে 1টি আসন ৷ তৃণমূল ইতিমধ্যেই তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ বিজেপি কী করবে ?

ETV Bharat
বিজেপি

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে সঙ্গে চলছে রাজ্যসভায় নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ এবারই প্রথম রাজ্য থেকে রাজ্যসভায় কাউকে পাঠানোর সুযোগ পেল বিজেপি । শেষমেশ কাকে মনোনীত করা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ দৌড়ে এগিয়ে রয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ ৷ পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন আমলা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম নিয়েও চর্চা চলছে গেরুয়া শিবিরে ৷

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেদের পছন্দের প্রার্থী দিয়ে তালিকা কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়েছেন ৷ দু'টি তালিকায় একাধিক নাম উঠে এসেছে ৷ তবে এই দুটি তালিকাতেই রয়েছেন অনন্ত মহারাজ ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও সেই ইঙ্গিত দিয়েছেন ৷ তবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি ।

আরও পড়ুন: নেত্রী আমার শক্তির উৎস, সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যাব: সাকেত গোখলে

অগস্ট মাসে রাজ্যসভার ছ'জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে ৷ তাই ছ'টি সদস্য পদ খালি হচ্ছে ৷ তবে 7 জন নতুন সাংসদ যাবেন সংসদের উচ্চকক্ষে ৷ এই সপ্তম আসনটি আগে থেকেই তৃণমূলের ৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো পদত্যাগ করায় তাঁর জায়গায় অন্য কাউকে পাঠাতে পারবে বাংলার শাসক দল ৷ এর মধ্যে তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে ৷ বিধানসভার সংখ্যার নিরিখে তৃণমূল রাজ্যসভায় ছ'টি আসন পাচ্ছে ৷ অন্যদিকে, বিরোধী দল বিজেপি পাবে একজন সাংসদ ৷ পরিস্থিতি যা, তাতে বিজেপি যদি দু'জন প্রার্থীর নাম ঘোষণা না-করে তাহলে ভোটাভুটিই হবে না ৷

বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ সূত্রের খবর, তৃণমূলের 6 প্রার্থী আজ বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন। আর এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । সেক্ষেত্রে আগামিকাল বিজেপির প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেন বলে মনে করা হচ্ছে । শেষ পর্যন্ত বিজেপি কী করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন: নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজ কি রাজ্যসভায় বিজেপি প্রার্থী ?

প্রসঙ্গত, রাজ্যসভা নির্বাচনে উত্তরবঙ্গের রাজবংশী পরিবারের নেতা অনন্ত মহারাজকে পাঠানো নিয়ে জোরদার চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক তাঁর সঙ্গে দেখা করেন ৷ দু'জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷ এই প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় সদস্য পাঠাবে বিজেপি ৷ তাই অনেক বিচার-বিবেচনা করেই সেই প্রার্থীর নাম প্রস্তাব করা হবে, তা আশা করাই যায় ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের ভোট ব্যাংক হাতে রাখতে অনন্ত মহারাজের প্রভাব যে অনেকটাই কাজে আসবে, তা মনে করছে গেরুয়া শিবির ৷ তবে অতীতে অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছে । সেক্ষেত্রে তিনি কী করবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে উৎসুক মহলে ৷

Last Updated :Jul 12, 2023, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details