পশ্চিমবঙ্গ

west bengal

দু'লাখি হীরের আংটি আঙুলে গলিয়ে চম্পট, পরে গ্রেপ্তার 2 মহিলা

By

Published : Oct 12, 2019, 7:17 PM IST

শপিং মলের একটি গয়নার দোকানে যায় দুই মহিলা ৷ মলের একতলায় একটি গয়নার দোকান থেকে চুরি যায় হীরে বসানো হোয়াইট গোল্ডের আংটিটি ৷ যার দাম 1 লাখ 75 হাজার টাকা ৷ দোকানের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ চুরির তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

গ্রেপ্তার 2 মহিলা

কলকাতা, 12 অক্টোবর : গয়না কেনার অছিলায় দোকান থেকে প্রায় দুই লাখ হীরের টাকার আংটি নিয়ে চম্পট দিয়েছিল দুই মহিলা ৷ পুলিশি তদন্তে ধরা পড়ল তারা ৷ দক্ষিণ কলকাতার একটি শপিং মলের ঘটনা ৷ উদ্ধার হয়েছে আংটি ৷

লালবাজার সূত্রে খবর, 22 সেপ্টেম্বর বিকেল চারটে নাগাদ শপিং মলের একটি গয়নার দোকানে যায় ওই দুই মহিলা ৷ মলের একতলায় একটি গয়নার দোকান থেকে চুরি যায় হীরে বসানো হোয়াইট গোল্ডের আংটিটি ৷ যার দাম 1 লাখ 75 হাজার টাকা ৷ দোকানের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ চুরির তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ দোকানের ও মলের CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ দোকানের সেলস গার্লকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক দুই মহিলা ক্রেতার বিষয়টি সামনে আসে ৷ এরপর গোয়েন্দারা তাদের খোঁজ শুরু করে ৷

উদ্ধার হওয়া হীরের আংটি

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, গয়না দেখার সময় সেলস গার্লের অসতর্কতার সুযোগ নিয়ে আংটিটি ওই দুই মহিলার মধ্যে কোনও একজন আঙুলে পরে নিয়েছিল ৷ তারপর দু'জনে চম্পট দেয় সেখান থেকে ৷ গোয়েন্দারা নবীনা বিবি নামে একজন মহিলার সন্ধান পায় ৷ তার বাড়ি সোনারপুর থানা এলাকায় ৷ পরে দ্বিতীয় মহিলারও খোঁজ পাওয়া যায় ৷ তার নাম মমতাজ বেগম ৷ তার বাড়ি ভাঙড় থানা এলাকায় ৷ দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ ৷

জেরায় নিজেদের দোষ স্বীকার করে তারা ৷ পরে নবীনার বাড়ি থেকে উদ্ধার হয় সেই আংটি ৷ আজ তাদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 17 অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details