পশ্চিমবঙ্গ

west bengal

Kunal Ghosh : প্রথমে নিজের বাবাকে শেখান, দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণালের

By

Published : Jun 14, 2021, 7:34 AM IST

Updated : Jun 14, 2021, 10:47 AM IST

শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন বিষয়ে এতই যখন জ্ঞান তাহলে তৃণমূলকে শেখানোর চেষ্টা না করে । প্রথমে তাঁর বাবা শিশিরদাকে শেখান । কারণ তিনি বিজেপিতে যোগদান করার পরেও তৃণমূল সাংসদ পদটি ধরে রেখেছেন । মন্তব্য কুণাল ঘোষের ।

Kunal Ghosh
কুণাল ঘোষ

কলকাতা, 14 জুন : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন মন্তব্যে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । শিশির অধিকারী একজন তৃণমূল সাংসদ । বিজেপিতে যোগ দেওয়ার পরেও (যদিও, শিশির অধিকারী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি । বিধানসভা নির্বাচনের আগে তাঁকে অমিত শাহর সভায় তাঁকে দেখা গিয়েছে) সাংসদ পদটি ধরে রেখেছেন । আগে তাঁর বাবাকে আইন শেখান । রবিবার শুভেন্দুর উদ্দেশে এমনটাই মন্তব্য করলেন তিনি ।

কুণাল ঘোষ বলেন,"শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন বিষয়ে এতই যখন জ্ঞান তাহলে তৃণমূলকে যেন তিনি শেখানোর চেষ্টা না করে । প্রথমে তাঁর বাবা শিশিরদাকে শেখান । কারণ তিনি বিজেপিতে যোগদান করার পরেও তৃণমূল সাংসদ পদটি ধরে রেখেছেন ।" এর আগে শিশির অধিকারীর সাংসদ পদ নিয়ে সরব হয়েছিলেন কুণাল ঘোষ । কুণালের সাংসদ পদ খারিজের দাবি তুলেছিলেন তিনি ।

প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের এক মাস পর বিজেপির প্রাক্তন সহসভাপতি মুকুল রায় সপুত্র বিজেপিতে যোগ দেন । শুক্রবার তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগদান করেন । সেই প্রসঙ্গে রাজ্যে দলত্যাগ বিরোধী আইন লাগু করতে চান বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।

বিজেপি ছেড়ে মুকুল রায়ের তৃণমূলে ফিরে যাওয়াতে শুভেন্দু অধিকারী বলেন,"মুকুল রায়ের দল ছাড়াতে আমরা চিন্তিত নই । যেহেতু বিজেপি রাজ্যের একমাত্র বিরোধী দল, তৃণমূল এখন আমাদের টার্গেট করেছে । রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি । দু-তিন মাস লাগলেও বিরোধী দলনেতা হওয়ার সুবাদে আমি এই আইন লাগু করে ছাড়ব ।"

দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ কুণাল ঘোষের

তিনি দাবি করেন. মুকুল রায় প্রটোকল মেনে দল ছাড়েননি । উল্লেখ্য, তৃণমূল দল গঠনের সময় থেকে ছিলেন মুকুল রায় । 2017-এ বিজেপিতে যোগদান করেন । একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হন তিনি ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

এদিকে শিশির অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে বির্তক থাকলেও 21 মার্চ অমিত শাহের সভায় দেখা গিয়েছিল তাঁকে ।

Last Updated : Jun 14, 2021, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details