পশ্চিমবঙ্গ

west bengal

KMC Election 2021 : পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের

By

Published : Dec 18, 2021, 4:22 PM IST

Updated : Dec 18, 2021, 5:42 PM IST

রবিবারোর পৌরভোটের আগে কড়া নিরাপত্তা কলকাতায় (tight security arrangements in kolkata before KMC election ) ৷ চলছে নাকা চেকিং ও পুলিশি টহল ৷

KMC Election 2021
পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের

কলকাতা, 18 ডিসেম্বর : রবিবার কলকাতায় পৌরভোট ৷ ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর লালবাজার ৷ একাধিক পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ ৷ ভোটপর্ব চলাকালীন শহরের প্রত্যেকটি বরোর (16টি) দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । তাঁরা মূলত নোডাল আধিকারিক হিসাবে রাজ্য নিবাচন কমিশন ও থানার ওসিদের সঙ্গে সমন্বয় রাখবেন ।

ইতিমধ্যেই রাজ্য নিবাচন কমিশনের তরফে ওই 16 জন পুলিশ আধিকারিকের নাম ও ফোন নম্বরের তালিকা প্রকাশ করা হয়েছে । এছাড়াও ভোট চলাকালীন এলাকায় এলাকায় টহল দেবে কলকাতা পুলিশের মোবাইল ভ্যান । ভোটপর্বের আগে, শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কলকাতা পুলিশে । লালবাজার থেকে যেসব এলাকাকে উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, এদিন সকাল থেকেই সেইসব এলাকায় টহল দিতে দেখা যায় কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীকে (tight security arrangements in kolkata before KMC election) ৷

আরও পড়ুন : পৌরভোটের আগে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

এদিন নিউ মার্কেট থানা, মুচিপাড়া থানা-সহ একাধিক যায়গায় কলকাতা পুলিশের কমব্যাট বাহিনী টহল দিয়েছে। মূলত ভোটারদের আশ্বস্ত করার জন্যই এই ব্যবস্থা লালবাজারের । পাশাপাশি, এদিন হাওড়া ব্রিজ ও ইএম বাইপাসে পুলিশকে দেখা যায় গাড়ি থামিয়ে নাকা চেকিং করতে । ইতিমধ্যেই নিউ মার্কেট থানা এলাকার একাধিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পুলিশ নির্দেশ দিয়েছে ভোটের সময় বাইরে থেকে যাঁরা হোটেলে এসে উঠছেন, তাঁদের সম্পর্কে স্থানীয় থানায় জানাতে হবে ৷

পৌরভোটের জন্য রবিবার কলকাতায় মোতায়েন থাকছে প্রায় সাড়ে 23 হাজার পুলিশ৷ এরমধ্যে 18 হাজার কলকাতা পুলিশ ও সাড়ে 5 হাজার রাজ্য পুলিশ । থাকছে একাধিক পুলিশ পিকেট, 15টি মোবাইল ভ্যান, 12টি ব়্যাফের গাড়ি, 12টি হেভিরেডিও ফ্লাইং স্ক্যোয়াডের গাড়ি । থাকছে 78টি ক্লাস্টার মোবাইল কিউআরটি বা কুইক রেসপন্স টিম, প্রতি দলে থাকবেন 1 জন অফিসার ও 3 জন পুলিশ কর্মী । এছাড়াও থাকবে স্পেশাল কিউআরটি টিম । তাতে থাকবে 4 জন সশস্ত্র পুলিশ । ভোট চলাকালীনও শহরজুড়ে চলবে নাকা চেকিং । বাইপাস, হাওড়া, বিধানগর-সহ একাধিক সংযুক্ত এলাকায় হবে নাকা চেকিং ও নজরদারি । ভোটের আগে শহরে মোট 35টি 'স্পর্শকাতর' এলাকা চিহ্নিত করা হয়েছে ৷ এইসব এলাকায় শনিবার থেকেই টহল দিচ্ছে হেভিরেডিও ফ্লাইং স্কোয়াড ৷

কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা চান শান্তিতে এই ভোটপর্ব সম্পন্ন হোক ৷ তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ ভোটের দিন কলকাতায় মোট 200টি পুলিশ পিকেট থাকছে বলেও তিনি জানান ৷

Last Updated :Dec 18, 2021, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details