পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: দুর্নীতি ইস্যুতে ফের সরব শুভেন্দু, নিশানায় রাজ্য

By

Published : Dec 28, 2022, 7:56 PM IST

আবার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কী বললেন তিনি ?

Suvendu Adhikari slams State Government over MGNREGA Pradhan Mantri Awas Yojana and Job Card Scam
ফাইল ছবি ৷

ফের সরব শুভেন্দু অধিকারী ৷

কলকাতা, 28 ডিসেম্বর:ফের একবার 100 দিনের কাজে (MGNREGA) দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, "চোরেদের রানি এই রাজ্যে 100 দিনের উপস্থিতি সংক্রান্ত অ্যাপ চালু করতে দেবেন না !" উল্লেখ্য, ভারতের অন্যান্য একাধিক রাজ্যে 100 দিনের কাজের উপস্থিতি নথিভুক্ত করতে একটি বিশেষ অ্য়াপ ব্যবহার করা হয় ৷ বাংলাতেও সেই অ্য়াপ চালু করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ আর তা নিয়েই বুধবার বিধানসভার বাইরে সরব হলেন শুভেন্দু ৷ একইসঙ্গে, এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সংক্রান্ত দুর্নীতি নিয়েও ফের একবার রাজ্য সরকারের তুলোধনা করেন তিনি ৷

এদিন শুভেন্দু বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বহু বিজেপি কর্মীর নাম বাদ গিয়েছে ৷ যোগ্যরা বঞ্চিত হচ্ছেন ৷ আবাস যোজনার সুবিধা পেতে গেলে আবেদনকারীকে 17 দফা গাইডলাইন অনুসারে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় ৷ আমাদের রাজ্যে আবাস যোজনার আওতায় প্রায় 13 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র ৷ সেই টাকাও চলে এসেছে ৷ কিন্তু, বহু ক্ষেত্রেই কেন্দ্রের গাইড লাইন মানা হয়নি ৷"

আরও পড়ুন:ডাকাতরা একটু পরে জেলে যাবে, নাম না-করে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

একইসঙ্গে, জব কার্ড নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু ৷ বলেন, "রাজ্যে জব কার্ডের সঙ্গে আধার লিংক করানোর কাজ শেষ করা যাচ্ছে না ৷ সেটা করা যাবেও না ! কারণ, বহু ভুয়ো জব কার্ড রয়েছে ৷ সেই কার্ড ব্যবহার করে অসংখ্য মানুষ গত 10 বছর ধরে টাকা তুলে গিয়েছেন ৷ ত্রুটিমুক্ত জব কার্ডের তালিকা তৈরি করতে হলে আধারের সঙ্গে জব কার্ডের 100 শতাংশ লিংক করানো দরকার ৷ তারপরই যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়া উচিত ৷ এটাই আমাদের দাবি ৷ এর পিছনে বিরাট দুর্নীতি রয়েছে ৷"

শুভেন্দুর আরও অভিযোগ, 18 বছরের কম বয়সিদের নামেও জব কার্ড (Job Card Scam) ইস্যু করা হয়েছে ৷ সেই কারণেই 100 দিনের কাজের হাজিরার জন্য অ্যাপ চালু করার কথা বলা হচ্ছে ৷ কিন্তু, রাজ্য সরকার সেই অ্যাপ চালু করতে দিচ্ছে না বলে অভিযোগ শুভেন্দুর ৷ আর তার জন্য নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি ৷ তাঁর মুখে ফের একবার শোনা গিয়েছে, 'চোরেদের রানি' সম্বোধন !

একইসঙ্গে, এদিন শুভেন্দু দাবি করেন, রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ তাই আগামী দিনে বার্ধক্য ভাতা, বিশেষভাবে সক্ষমদের জন্য বরাদ্দ ভাতা এবং বিধবা ভাতার টাকা দিতে পারবে না তারা ৷ বদলে কেন্দ্র সেই টাকা দেবে বলে জানিয়েছেন শুভেন্দু ৷

ABOUT THE AUTHOR

...view details