পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: সিভিক ভলান্টিয়ারদের বোনাসে বৈষম্যের অভিযোগ শুভেন্দু অধিকারীর

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 1:13 PM IST

Suvendu Adhikari Slams Bengal Government: দুর্গাপুজো উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বোনাস দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করেছে করেছে রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের চেয়ে দ্বিগুনেরও বেশি বোনাস দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ৷ তিনি এই বৈষম্য দূর করার দাবি তুলেছেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

কলকাতা, 13 অক্টোবর: সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের অধীনে যাঁরা সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, তাঁদের বোনাসের পরিমাণ পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের থেকে বেশি ৷ কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের থেকে দ্বিগুনের বেশি বোনাস পাচ্ছেন ৷

শুক্রবার এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা ৷ ফেসবুকে তিনি লিখেছেন বাংলায় ৷ আর একই বিষয় ইংরেজিতে লিখে তিনি পোস্ট করেছেন তাঁর এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে ৷ শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, ‘‘পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে । এটা কেমন বিচার ?’’ তাই এই বৈষম্যকে তিনি ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন ৷

একই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না ।’’

এই নিয়ে তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের দিকে ৷ পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন ৷

তবে তিনি শুধু বৈষম্যের কথা বলেই থেমে যাননি ৷ বরং এই নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁর দাবি, দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন পরিচালিত হলে রাজ্যের বাকি অংশের আসল ছবিটা অস্পষ্টই থাকে শাসকের কাছে ৷ তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট ?’’

আরও পড়ুন:‘মনরেগা দুর্নীতি’-তে সিবিআই তদন্তের দাবিতে মোদির মন্ত্রীর কাছে যাচ্ছেন শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details