পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু

By

Published : Sep 21, 2022, 7:18 PM IST

Suvendu Adhikari
বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু

500 দিনেরও বেশি সময় ধরে ঝড়-জল উপেক্ষা করে নিয়োগ পেতে গান্ধি মূর্তির পাদদেশের আন্দোলন চালাচ্ছেন এসএসসি ও এসএলএলটি-র মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা (SSC and SLST Job Aspirants)। বুধবার তাঁদের মনবল বাড়াতে তাঁদের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধরনা মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল।

কলকাতা, 21 সেপ্টেম্বর: ঝড়-জলের পরোয়া না-করে দিনের পর দিন এসএসসি ও এসএলএলটি-র মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা গান্ধি মূর্তির পাদদেশে বসে রয়েছেন ৷ নিজেদের হকের পাওনা বুঝে নিতে লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা ৷ বুধবার বিধানসভা থেকে বেরিয়ে অবস্থানরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

ধরনা মঞ্চে এসে তিনি বলেন, "বিধানসভায়ও শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত নিয়োগের দাবি তোলা হয়েছে। অন্যদিকে, এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) পুজোর আগে 900-র উপর শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করার রায় দিয়েছেন ৷ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।"

আরও পড়ুন:শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির

চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দিয়ে বলেন, "আপনাদের লড়াই ন্যায্য লড়াই। আমাদের বিশ্বাস, আজ না-হোক কাল, আপনারা নিয়োগ পাবেন।" পাশাপাশি চাকরিপ্রার্থীদের স্লোগানের সঙ্গে গলা মেলান শুভেন্দু অধিকারীরা। তিনি পাশে থাকায় আশ্বস্ত হন আন্দোলনরত চাকরিপ্রার্থীরাও।

ABOUT THE AUTHOR

...view details