পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Slams WB Govt: গতি নিয়ন্ত্রণের নোটিশ প্রকাশ্যে আনা হয়নি কেন ? ফাঁসানোর অভিযোগ শুভেন্দুর

By

Published : Jun 1, 2023, 1:39 PM IST

Updated : Jun 1, 2023, 2:28 PM IST

গত 4 মে শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় ৷ এদিকে পূর্ব মেদিনীপুর প্রশাসন কয়েকটি রাস্তায় গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিশ জারি হলেও তা প্রকাশ্যে আনা হয়নি বলে দাবি শুভেন্দুর ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

কলকাতা ও দিঘা, 1 জুন: "এই লুকোচুরি খেলা কেন ? আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নেতারা আমাকে জেলে পুরতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত পারেননি", মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে আক্রমণ করে বৃহস্পতিবার এমনই একটি দীর্ঘ টুইট করলেন বিধানসভার বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী ৷ এর নেপথ্যে রয়েছে তাঁর কনভয় দুর্ঘটনা ৷ মে মাসের 4 তারিখে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর জাতীয় জাতীয় সড়কে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে ৷

এ নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ৷ সিআইডিকে তদন্ত চালানোর নির্দেশ দেয় আদালত ৷ পাশাপাশি জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন ৷ এই কনভয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে পূর্ব মেদিনীপুরের প্রশাসন ৷ শুভেন্দু অধিকারী তাঁর টুইটারে মোটর ভেহিকলস দফতরের নোটিফিকেশনটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন, 4 মে জারি করা ওই নোটিশে মোটর ভেহিকলস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু মাজি কয়েকটি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ৷ এটি শুধুমাত্র একমাসের জন্য কার্যকর থাকবে ৷

শুভেন্দু অধিকারীর পোস্ট

এ প্রসঙ্গে শুভেন্দু লেখেন, এই নোটিফিকেশন সম্পর্কে কতজন মানুষ, যাত্রী, গাড়িচালক জানেন ? তাঁর প্রশ্ন, এই নোটিশটি আমজনতার প্রয়োজনে ভালোভাবে প্রকাশ করা হয়নি কেন ? গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিফিকেশন সামনে না-আনার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনায় আদালতের নির্দেশ পুলিশ মানছে কি না, জানতে চাইল হাইকোর্ট

এই নোটিফিকেশনটি না-জানার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, "আমার কনভয় না জেনে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলেই আমায় ফাঁদে ফেলা হবে ৷ কারণ আমার কনভয় তো সাধারণ গতি মেনে চলছে ৷" তাঁর আরও অভিযোগ, ডিটেকশন ডিভাইস লুকিয়ে রাখা হয়েছে । তাই কোনও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে আদালতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ট্রাফিক আইন না-মানার অভিযোগ করতে সুবিধে হবে সরকারের ৷ এদিকে আদালতে ওই নোটিফিকেশন দেখিয়ে নিজেদের বক্তব্যও প্রতিষ্ঠা করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ৷

শুভেন্দু অধিকারীর পোস্ট করা নোটিফিকেশন

তাঁকে যে কোনও ভাবে ফাঁদে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় সাধারণ পোশাকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক ৷ শুভেন্দুর দাবি, তাঁর গতিবিধিতে নজরদারি চালাতে এই ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ তাঁর কনভয়ের গতিবিধি সিভিক ভলান্টিয়াররা তাঁদের মোবাইলে রেকর্ড করছে কেন ? শুভেন্দুর হুঁশিয়ারি, "সিভিক ভলান্টিয়ারের অপব্যবহার করে আপনি কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করছেন ৷" এই টুইটে শুভেন্দু নিজেকে একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে উল্লেখ করেন ৷ তাঁর অভিযোগ, সরকার আইন নিয়ে খেলা করছে এবং আশা করে যে শুভেন্দু আইন লঙ্ঘন করবে ৷ তৃণমূল সরকারের এই আচরণ কি নৈতিক ? প্রশ্ন তুলেছেন বঙ্গ গেরুয়া শিবিরের দাপুটে নেতা ৷

আরও পড়ুন: পথদুর্ঘটনায় যুবকের মৃত্যু, শুভেন্দুর কনভয়ের দিকে আঙুল স্থানীয়দের

Last Updated : Jun 1, 2023, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details